আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই : মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে সাধুদের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইতিমধ্যে যথেষ্ট শোরগোল পডে়ছে বিভিন্ন মহলে৷ ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নাম উল্লেখ করে ভোটে বিজেপির হয়ে প্রচার এবং তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা নিয়ে পালটা মমতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠান কার্তিক মহারাজও৷ কিন্ত্ত কার্তিক মহারাজকে নিয়ে নিজের বক্তব্যে আজও অনড় তৃণমূল সুপ্রিমো৷ সোমবার বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে এ বিষয়ে ফের বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই৷ কেনই বা হব? কেন একটা প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব? গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম আছে, সেখানে আমি যাই৷ ওঁরা আমাকে খুব ভালোবাসে, যত্ন করে, ওরা দেশের জন্য খুব কাজ করে৷ আমি একটি লোকের নাম করে কথা বলেছি, কার্তিক মহারাজ৷ তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি৷ মুর্শিদাবাদে যে দাঙ্গা হল কদিন আগে, তার হোতা ছিলেন৷’ কার্তিক মহারাজের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান৷ আমি বলি, আপনি বিজেপি করুন৷ কোনও আপত্তি নেই৷ কিন্ত্ত বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন৷ আড়াল থেকে নয়৷’ লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা অশান্ত হয়ে উঠেছিল৷ যার জেরে সেখানকার পুলিশ প্রশাসনে রদবদল করে নির্বাচন কমিশন৷ বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল৷ সেই ঘটনার কথা উল্লেখ করেও কার্তিক মহারাজের দিকেই আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর কথায়, ‘আমার কাছে সব খবর থাকে৷ আপনি ধর্মের নামে এলাকায় বিজেপির প্রচার করেন৷ দলের কর্মীরা আমাকে বলেছেন যে বুথে এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ৷ আমাদের বাংলায় ভোটের সময়ে আমাদেরই বুথে বসতে দেবেন না, অশান্তি করবেন, তা হবে না৷ আগে এখানে অধীর চৌধুরী অশান্তি করত, এখন বিজেপি অশান্তি করে৷’