• facebook
  • twitter
Friday, 20 September, 2024

ইউরোপ ক্লাব ফুটবলের ইতিহাসে বায়ার লেভারকুসেন

বার্লিন— ইউরোপ ক্লাব ফুটবলে নতুন নজির গড়ল বায়ার লেভারকুসেন দল৷ তারা অপরাজিত থেকে বুন্দেসলিগা জয় করল ২-১ গোলে অভাসবুর্গকে হারিয়ে আগেই লিগ জয় নিশ্চিত করেছিল জার্মানির এই ক্লাবটি৷ তাই সবার নজর ছিল অপরাজিত ভাবে বায়ার লেভারকুসেন লিগ জয় করতে পারে কীনা? কমপক্ষে ৩০টি ম্যাচের প্রতিযোগিতায় ইউরোপের চতুর্থ ক্লাব হিসেবে অপরাজিত থাকল বায়ার লেভারকুসেন৷ প্রথমবার বুন্দেসলিগা

বার্লিন— ইউরোপ ক্লাব ফুটবলে নতুন নজির গড়ল বায়ার লেভারকুসেন দল৷ তারা অপরাজিত থেকে বুন্দেসলিগা জয় করল ২-১ গোলে অভাসবুর্গকে হারিয়ে আগেই লিগ জয় নিশ্চিত করেছিল জার্মানির এই ক্লাবটি৷ তাই সবার নজর ছিল অপরাজিত ভাবে বায়ার লেভারকুসেন লিগ জয় করতে পারে কীনা? কমপক্ষে ৩০টি ম্যাচের প্রতিযোগিতায় ইউরোপের চতুর্থ ক্লাব হিসেবে অপরাজিত থাকল বায়ার লেভারকুসেন৷

প্রথমবার বুন্দেসলিগা জেতা বায়ার লেভারকুসেন দল ৩৪টি ম্যাচের মধ্যে ২৮টি খেলায় জয় পেয়েছে৷ আর ৬টি ম্যাচে অমিমাংসিত ভাবে শেষ করেছে৷ শুধু তাই নয় চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১টি ম্যাচে অপরাজিত থেকেছে বায়ার লেভারকুসেন দল৷ ইউরোপের প্রথম সারির কোনও লিগে এমন নজির কোনও দলের নেই৷ চ্যাম্পিয়ন দল শেষ ম্যাচে খেলেছে নিজেদের ঘরের মাঠে৷ খেলার ১৩ মিনিটের মাথায় ভিক্টর বোনিফেসের গোলে বায়ার লেভারকুসেন দল এগিয়ে যায়৷ দ্বিতীয় গোলটি আসে ২৭ মিনিটে৷ কর্নার থেকে পাওয়া বলে রবার্ট অনদ্রিখ গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে রাখেন৷ পিছিয়ে থাকা অগমবুর্গের খেলোয়াড়রা পালটা আঘাত হানতে থাকেন৷ ৬২ মিনিটে অগমবুর্গের মার্ট কোসুর গোল করে ব্যবধান (২-১) কমান৷

এর আগে অপরাজিত ভাবে লিগ জয়ের কৃতিত্ব ছিল আর্সেনাল ও জুভেন্টাসের৷ আর্সেনাল জয় পেয়েছিল ২০০৩-০৪ সালে৷ আর জুভেন্টাস সেরা হয়েছিল ২০১১-১২ সালে ৩৮টি ম্যাচের লড়াইয়ে৷