• facebook
  • twitter
Monday, 25 November, 2024

এলজিবিটিকিউ সম্প্রদায়ের পক্ষে লেখিকা পদ্মিনী দত্ত শর্মা

নিজস্ব প্রতিনিধি— আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মা, মানবাধিকার সংগঠন সিপিডিআরে এলজিবিটিকিউ সম্প্রদায় এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কমিটির প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন৷ অতীন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সিপিডিআরে যোগদান করার পিছনে গীতাঞ্জলি মুখার্জির অবদান বলে জানান পদ্মিনী৷ পদ্মিনী বলেন, ‘বেশির ভাগ মানুষ এই একবিংশ শতাব্দীতেও যে ভাবে অবিরত এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষকে হেনস্থা, ট্রোল, উপেক্ষা, বৈষম্যে এবং বুলিং

নিজস্ব প্রতিনিধি— আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মা, মানবাধিকার সংগঠন সিপিডিআরে এলজিবিটিকিউ সম্প্রদায় এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কমিটির প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন৷ অতীন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সিপিডিআরে যোগদান করার পিছনে গীতাঞ্জলি মুখার্জির অবদান বলে জানান পদ্মিনী৷

পদ্মিনী বলেন, ‘বেশির ভাগ মানুষ এই একবিংশ শতাব্দীতেও যে ভাবে অবিরত এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষকে হেনস্থা, ট্রোল, উপেক্ষা, বৈষম্যে এবং বুলিং করে চলেছেন তা যথেষ্ঠ লজ্জার ও গভীর উদ্বেগের বিষয়৷’ পদ্মিনী আরো বলেন ‘আমি সত্যি র্মমাহত, স্তভিত ও বিস্মিত যে তাদের নিজেদের বাডি়তে, তাদের বাবা মা এবং ভাইবোনেরা ও যেভাবে তাদের সঙ্গে আচরণ করে, খুবই হূদয় বিদারক৷ এটুকু জানুন অন্তত যে তাদের যৌন অভিমুখ তাদের নিয়ন্ত্রণে নেই, তারা কপালের দোষে নিজেদের একটা গন্ডিতে আবদ্ধ এবং শৃঙ্খলিত, তারা কারোর ক্ষতি তো করছেন না, তাও তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকবে না কেন? ওদের অপরাধ কী?

পদ্মিনী আরও বলেন, ‘যাদের নিয়ে এত এত সমালোচনার ঝড়, তারা কিন্ত্ত কোনে অজানা বা অদ্ভুত গ্রহ থেকে এই পৃথিবীতে আসেনি, তারা আপনার এবং আমার মতো এই মহাবিশ্বেরই অংশ, তাহলে তাদের সাথে এমন নিষ্ঠুরতা আর পৃথকীকরণ কেন?’

যাই হোক এ লড়াইয়ে আমি আছি ও থাকবো ওদের পাশে, যতদিন না এই সমাজের মানুষের মনে শুভ বুদ্ধির উদয় হয়৷