• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট প্রচার এখন তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ মে– রোদ গরম উপেক্ষা করেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট প্রচার এখন তুঙ্গে৷ প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস দল৷ বিশেষ করে ওই লোকসভা আসনে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভা এলাকায় সকাল সন্ধ্যা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর হয়ে এ জেলার নেতারা প্রচারে ঘাটতি দিচ্ছেন না৷ পথসভা, মিছিল, বাডি় বাডি় ঘুরে প্রচার

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ মে– রোদ গরম উপেক্ষা করেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট প্রচার এখন তুঙ্গে৷ প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস দল৷ বিশেষ করে ওই লোকসভা আসনে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভা এলাকায় সকাল সন্ধ্যা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর হয়ে এ জেলার নেতারা প্রচারে ঘাটতি দিচ্ছেন না৷ পথসভা, মিছিল, বাডি় বাডি় ঘুরে প্রচার চালাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ৷ এরকমই এক পথসভা হলো খন্ডঘোষ ব্লকের সেহারাবাজার এলাকায়৷ এই পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ও তৃনমূল যুব কংগ্রেস৷ আর ওই সভা থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল কংগ্রেস নেতারা৷

মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম৷ ছিলেন অনান্য নেতৃবৃন্দ৷ এদিন ব্লক সভাপতি বলেন বিজেপি এখানে এসে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে৷ সেটা সফলতা পাবে না৷ কারন মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সুযোগ সুবিধার কথা ভেবেই ভোট দেবেন৷ ব্লক সভাপতির অভিযোগ বিজেপি তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের নামে কুৎসা করছে অথচ কৃষক ভাতা, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, খাদ্য সাথী সহ সব রকমের সুযোগ সুবিধা নিচ্ছেন৷ কথা প্রসঙ্গে বিজেপি নেতা তথা লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ এর মাথার গন্ডগোল হয়ে গেছে বলে দাবি করেন৷ বলেন তার জন্যই তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের ভোট পর্ব মিটে যাবার পরও ভুলভাল বকে যাচ্ছেন৷