• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মোদি সরকারের এগারোটি ‘মিথ্যে গ্যারান্টি’ প্রকাশ্যে আনলেন অমিত মিত্র

নিজস্ব প্রতিনিধি— মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাষায় ‘মোদি গ্যারান্টি মানেই ফোর টোয়েন্টি’৷ এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমর্থনেই সাংবাদিক বৈঠক থেকে সঠিক তথ্য ও পরিসংখ্যান পেশ করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র৷ বিজেপি সরকারের এগারোটি ‘মিথ্যে গ্যারান্টি’ প্রকাশ্যে আনেন অমিত মিত্র৷ তাঁর ব্যাখ্যা নিম্নরূপ— এক, কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় ৫১ জন মহিলা

নিজস্ব প্রতিনিধি— মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাষায় ‘মোদি গ্যারান্টি মানেই ফোর টোয়েন্টি’৷ এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমর্থনেই সাংবাদিক বৈঠক থেকে সঠিক তথ্য ও পরিসংখ্যান পেশ করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র৷ বিজেপি সরকারের এগারোটি ‘মিথ্যে গ্যারান্টি’ প্রকাশ্যে আনেন অমিত মিত্র৷ তাঁর ব্যাখ্যা নিম্নরূপ—

এক, কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় ৫১ জন মহিলা বিভিন্ন প্রকার অপরাধের শিকার হচ্ছেন৷ দুই, সিএমআই এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের যুবক-যুবতীদের মধ্যে প্রায় ৮৩% বেকার৷ শিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে ৬৬% বেকার৷ তিন, পারিবারিক আর্থিক সঞ্চয়ের পরিমাণ নিম্নমুখী৷ চার, ৩৫ হাজার বিনিয়োগকারী ভারতের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন৷ পাঁচ, প্রতিদিনে ৩০ জন কৃষক আত্মহত্যা করছেন৷ ছয়, বিদেশ থেকে ধারকৃত অর্থের পরিমাণ বেড়েছে ব্যাপক হারে৷ ভারত বিশ্বের কাছে ঋণের জালে জড়াচ্ছে৷ সাত, হেট স্পিচ বেড়েছে ৩৫% এবং সংসদে সাম্প্রদায়িক আক্রমণের পরিমানও বেড়েছে৷ আট, আবাস এবং একশো দিনের কাজের টাকা বন্ধ বাংলায়৷ নয়, সংসদে কোনো প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী দেননি, এটিই ওঁনার গ্যারান্টি? দশ, কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ১৬ লক্ষ কোটি টাকা রাইট অফ করা হলো, কিন্ত্ত ছোট ব্যবসায়ী ও কৃষকরা ঋণ পেলেন না৷ তাহলে এই অর্থ ঋণ হিসেবে কারা পেলেন? এগারো, যেই লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে সেই প্রকল্পকে বিজেপি নেতৃত্বরা ছোট করেন কেন?

এই উপরিউক্ত বিষয়গুলির ওপরই আলোকপাত করে নরেন্দ্র মোদীকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন অমিত মিত্র৷
ভারত সেবা সংঘের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের যোগ্য জবাব দেন অমিত মিত্র৷ তিনি বলেন, ‘আমি তো জানি মুখ্যমন্ত্রী কি কি করেছেন ভারত সেবা সংঘের জন্য, সুতরাং তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন তাহলে সঠিক তথ্য নিয়েই করেছেন৷’ লক্ষ্মীর ভান্ডারে সম্প্রতি বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ এরপরই সুর চড়িয়েছে বিরোধীরা৷ একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে একশো টাকা বরাদ্দ বৃদ্ধি করা হবে, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ৩ হাজার টাকা করে লক্ষীর ভান্ডার দেওয়া হবে৷

এ প্রসঙ্গেই কটাক্ষের সুরে জবাব দিয়ে অমিত মিত্র বলেন, ‘ঘুম ভেঙেছে এখন তাঁদের? এটাও তাঁদের ওপর এক ফোর টোয়েন্টি গ্যারান্টি৷’ মল্লিকার্জুন খড়গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে৷ এ প্রসঙ্গে অমিত মিত্র বলেন, ‘এটি তাঁদের দলের ব্যক্তিগত বিষয়৷ আমরা প্রথম থেকেই ইন্ডিয়া জোটে ছিলাম, আছি৷’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি শাসিত রাজ্যে পেট্রোপণ্যের দাম তুলনামূলক কম৷ এবার সে প্রসঙ্গেই সরব হন অমিত মিত্র৷ তিনি বলেন, ‘কেন্দ্র সরকার করের নাম করে বিপুল অংকের অর্থ পেট্রোপণ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে৷ তাও সেটি কর বলছে না, কারণ কর হলে তার ৪১ শতাংশ রাজ্য সরকারকে দিতে হয়৷ সেইজ করে অর্থ নিয়ে যাচ্ছে৷’