• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট আবহে সিবিআইয়ের পর এনআইএর সক্রিয়তা শুভেন্দুর জেলায়

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে পূর্ব মেদিনীপুরে ‘সক্রিয়’ এ লবার এনআইএ-ও৷ গত শুক্রবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে কাঁথি ৩ ব্লকে গিয়েছিল সিবিআই৷ এর পর শনিবার দুপুর নাগাদ এনআইএ-র আধিকারিকেরা গেলেন ময়নার বাকচায়৷ নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তে৷ তবে এই ঘটনায় জডি়ত কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা তাঁদের বাডি়তে যাননি তদন্তকারীরা৷ নিহত বিজয়কৃষ্ণের পরিজনের

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে পূর্ব মেদিনীপুরে ‘সক্রিয়’ এ লবার এনআইএ-ও৷ গত শুক্রবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে কাঁথি ৩ ব্লকে গিয়েছিল সিবিআই৷ এর পর শনিবার দুপুর নাগাদ এনআইএ-র আধিকারিকেরা গেলেন ময়নার বাকচায়৷ নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তে৷ তবে এই ঘটনায় জডি়ত কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা তাঁদের বাডি়তে যাননি তদন্তকারীরা৷ নিহত বিজয়কৃষ্ণের পরিজনের সঙ্গে কথা বলে ফিরে যান তাঁরা৷স্থানীয় সূত্রে জানা গেছে , গত শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ময়নার বাকচায় হাজির হন এনআইএ-র চার আধিকারিক৷ যে জায়গা থেকে বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে যাওয়া হয় এবং যেখান থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গা পরিদর্শন করেন তদন্তকারীরা৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন বিজয়কৃষ্ণের স্ত্রী ও ছেলে৷ এনআইএ আধিকারিকেরা তাঁদের সঙ্গেও কথা বলেন৷ এর পর বেলা আড়াইটে নাগাদ তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে ৷বিজয়কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভুঁইয়া বলেন, ”এনআইএ তদন্তে এসেছে শুনে আমরা ঘটনাস্থলে এসেছিলাম৷ তাঁদের সঙ্গে কথা বলেছি৷ দোষীদের যাতে কঠোর শাস্তি হয়, সেই আবেদন জানিয়েছি৷ তবে এনআইএ তাঁদের মতো তদন্ত করছে৷ আমাদের থেকে বিশেষ কিছু জানতে চাননি তাঁরা৷” বিজয়কৃষ্ণের বড় ছেলে প্রসেনজিৎ বলেন, ‘আমরা এনআইএ তদন্ত দাবি করেছিলাম৷ সেই মতোই আজ তদন্তকারীরা ঘটনার তদন্তে এসেছেন৷ এর জন্য আমরা অত্যন্ত খুশি৷ ওঁরা আমাদের সঙ্গে কথা বলেছেন৷ তবে তদন্তের স্বার্থে সেই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না৷ যারা অপরাধ করেছে, তাদের বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি৷” স্থানীয় সুত্রে প্রকাশ, গত বছরের ১ মে বিকেল নাগাদ স্ত্রী ও ছেলের সামনে থেকে বিজয়কৃষ্ণকে মারতে মারতে একদল দুষ্কৃতী তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার৷ পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বিজয়কৃষ্ণের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় একাধিক তৃণমূল নেতার নামে মামলা করে বিজয়কৃষ্ণের পরিবার৷ শেষমেশ পরিবারের দাবি মেনে বিজেপি নেতার মৃতু্যরহস্যের তদন্তে নামে এনআইএ৷এখন এনআইএ পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকে তাকিয়ে অনেকেই৷