• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

স্লো ওভার রেটের জন্য ২০২৫ সালের প্রথম ম্যাচে সাসপেন্ড হার্দিক

দিল্লি, ১৮ মে: মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা দীর্ঘ সময় ধরে বোলিংয়ের জেরে কড়া শাস্তির মুখে পড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলস্বরূপ আগামী বছরের আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। ২০২৫ সালের ওই একটি ম্যাচে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার গ্রুপ লীগের শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ২০ ওভারের খেলায় দীর্ঘ দুই ঘন্টা

দিল্লি, ১৮ মে: মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা দীর্ঘ সময় ধরে বোলিংয়ের জেরে কড়া শাস্তির মুখে পড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলস্বরূপ আগামী বছরের আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। ২০২৫ সালের ওই একটি ম্যাচে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার গ্রুপ লীগের শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ২০ ওভারের খেলায় দীর্ঘ দুই ঘন্টা ধরে বল করে তাঁর টিম। সেই ম্যাচে জিততে পারেনি মুম্বই। লখনৌ সুপার জায়ান্ট-এর কাছে ১৮ রানে হেরেছে মুম্বই। এরপরেই স্লো ওভার রেটের খাড়া নেমে আসে তাঁর ঘাড়ে। এজন্য তাঁর বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে একটি ম্যাচে। এই নিয়ে চলতি মরশুমে তিনবার স্লো ওভার রেটের জরিমানা করা হল তাঁকে।

প্রসঙ্গত গতকাল টসে হেরে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্ট। ৬ উইকেটে ২১৪ রান তুলেছিলেন লোকেশ রাহুলরা। জবাবে ৬ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।