• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শেষের দিকে ভোট, মাসে ১০ কেজি চাল-গম ফ্রি-র ঘোষণা খাড়গের

দিল্লি, ১৬ মে– সাত দফার ভোটের মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৪ দফতার ভোট৷ ভোটারদের নিজের পালে আনতে প্রত্যেক রাজনৈতিক দলই তাদের নানান ঘোষণা-প্রতিশ্রুতির তালিকা আগেই জানিয়ে দিয়েছেন৷ বর্তমানে লোকসভা নির্বাচনে আগের চার দফায় দুই তৃতীয়াংশ আসনে ভোট নেওয়া হয়ে গিয়েছে৷ কংগ্রেস এখন ঘোষণা করেছে দল সরকার গড়তে পারলে গরিবদের মাসে ১০ কেজি করে চাল-গম বিনমূল্যে

দিল্লি, ১৬ মে– সাত দফার ভোটের মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৪ দফতার ভোট৷ ভোটারদের নিজের পালে আনতে প্রত্যেক রাজনৈতিক দলই তাদের নানান ঘোষণা-প্রতিশ্রুতির তালিকা আগেই জানিয়ে দিয়েছেন৷ বর্তমানে লোকসভা নির্বাচনে আগের চার দফায় দুই তৃতীয়াংশ আসনে ভোট নেওয়া হয়ে গিয়েছে৷ কংগ্রেস এখন ঘোষণা করেছে দল সরকার গড়তে পারলে গরিবদের মাসে ১০ কেজি করে চাল-গম বিনমূল্যে দেবে৷
কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘোষণা করলেও দলের উচ্চস্তরিয় নেতারা নাকি এর কিছুই জানেন না৷ এমনকী কংগ্রেসের ইস্তাহার কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম বলেন, ‘আমার এই বিষয়ে কিছু জানা নেই৷ কংগ্রেস সভাপতিই এই ব্যাপারে যা বলার বলবেন৷’ খাড়গের ঘোষণা নিয়ে পরে অবশ্য জল্পনায় জল ঢেলে দেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ জানা গিয়েছে, নরেন্দ্র মোদি সরকারের মাসে পাঁচ কিলো করে চাল-গম দেওয়ার স্কিম নিয়ে বিজেপি জোরদার প্রচার চালাচ্ছে৷ পদ্ম শিবির বলছে, প্রতিমাসে ৮০ কোটি গরিব ভারতবাসীকে বিনামূল্যে ভাত-রুটি জোগান নরেন্দ্র মোদি৷ কংগ্রেস নেতৃত্বের নজরে এসেছে চার দফা ভোটের পর বিজেপি এই প্রকল্প নিয়ে প্রচার জোরদার করেছে৷
বিষয়টি প্রথমে নজর করেন রাহুল গান্ধী৷ তিনি পাল্টা প্রচার করতে থাকেন, গরিবদের বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার প্রকল্প কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার চালু করেছে৷ মোদি সরকারের কোনও কৃতিত্ব নেই৷ কারণ আগের সরকার এই ব্যাপারে আইন তৈরি করে গেছে৷ পরের সরকার তা মানতে বাধ্য৷ কৃতিত্ব আসলে কংগ্রেসের৷ওদিকে, রায়বেরলি, অমেঠিতে প্রিয়ঙ্কা গান্ধী প্রচার শুরু করেন, পাঁচ কিলো চাল-গমে একটা পরিবারের কতটুকু লাভ হয়৷ পেট ভরে এই টুকু চাল-গমে? রাহুলের দাবি এবং প্রিয়ঙ্কার তোলা প্রশ্নের পর কংগ্রেসের উপর দায় চাপে এই ব্যাপারে বিজেপির থেকে আকর্ষণীয় প্রকল্প চালু করার কথা মানুষকে জানানো৷ সেই মতো দলের কোর গ্রুপের সঙ্গে আলোচনা করে খাড়্গে দশ কিলো চাল-গম দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রসঙ্গত, গত বছর নভেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সময়ই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, রেশনে বিনামূল্যে মাসে পাঁচ কিলো-চাল গম আরও পাঁচ বছর দেওয়া হবে৷ এই প্রকল্প চালু হয়েছিল করোনা মহামারীর সময়৷ চার দফা ভোটের পর বিজেপি নেতৃত্বের মনে হয়েছে পদ্মের ভোট বাড়াতে গরিব মানুষকে এই প্রকল্পের কথা ভাল মতো স্মরণ করিয়ে দেওয়া দরকার৷