বিশেষ সুবিধে কেজরিকে, শাহের পাল্টা সুপ্রিমের
দিল্লি, ১৬ মে– বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে৷ আপ সুপ্রিমোর জামিন নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শাহের মতে, শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরে কেজরিওয়াল আদালত অবমাননা করছেন৷ অন্যদিকে ইডির অভিযোগ, সুপ্রিম রায়কে ব্যবহার করে বিচারব্যবস্থার গালে থাপ্পড় মারছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে জবাব দিতেও সময় নেয়নি সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার আবগারি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে৷ সেই শুনানি চলাকালীনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন দুই বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়া৷ তাঁদের কথায়, ‘আলাদা করে কাউকে কোনও সুবিধা দেওয়া হয়নি৷ আমাদের যা ঠিক বলে মনে হয়েছিল সেরকমই রায় দেওয়া হয়েছে৷’
উল্লেখ্য, বুধবার কেজরির জামিন নিয়ে মুখ খোলেন শাহ৷ তাঁর কথায়, ‘আইনের ব্যাখ্যা করার অধিকার আছে সুপ্রিম কোর্টের৷ কিন্ত্ত আমার বিশ্বাস, কেজরিওয়ালের ক্ষেত্রে সাধারণভাবে বিচার হয়নি৷ দেশের অনেকেই মনে করছেন, বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কেজরিওয়ালকে৷’
যদিও সুপ্রিম কোর্টের আগেই শাহের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় রাজনীতিক মহলে৷ বিরোধীদের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথা অত্যন্ত আপত্তিকর৷
আবগারি দূর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ পরে তার ঠিকানা হয় তিহার জেল৷ এরপর নির্বাচনী প্রচার করতে চেয়ে জামিন চেয়েছিলেন কেজরিওয়াল৷ সেই আর্জি মেনে তাঁর ২১ দিনের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত৷ ইতিমধ্যেই দেশজুড়ে আপের হয়ে প্রচার শুরু করেছেন কেজরি৷ আমজনতার কাছে তাঁর দাবি, আপকে বিপুল ভোটে জয়ী করতে হবে৷ সেটা হলেই আর জেলে ফিরতে হবে না দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ এহেন পরিস্থিতিতেই একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন শাহ৷ সেখানে তাঁর সাফ দাবি, কেজরির আবেদনকে আলাদা নজরে দেখেছে সুপ্রিম কোর্ট৷