• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মশলায় ক্যানসারের ‘বিষ’ খুঁজতে নতুন পদ্ধতি এফএসএসএআই-এর

দিল্লি, ১৫চ মে– বেশ কিছুদিন যাবৎ বিপজ্জনক মাত্রায় কীটনাশক ব্যবহার নিয়ে সিঙ্গাপুর হংকংয়ের মত দেশে খবরের শিরোনামে রয়েছে ভারতীয় মশলা৷ এই অভিযোগে ইতিমধ্যেই সিঙ্গাপুর হংকংয়েতে ভারতীয় মশলা নিষিদ্ধ৷ এবার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া’ অর্থাৎ এফএসএসএআই নতুন পদ্ধতি অবলম্বন করে মশলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান খুঁজে বের করার অভিযান শুরু

দিল্লি, ১৫চ মে– বেশ কিছুদিন যাবৎ বিপজ্জনক মাত্রায় কীটনাশক ব্যবহার নিয়ে সিঙ্গাপুর হংকংয়ের মত দেশে খবরের শিরোনামে রয়েছে ভারতীয় মশলা৷ এই অভিযোগে ইতিমধ্যেই সিঙ্গাপুর হংকংয়েতে ভারতীয় মশলা নিষিদ্ধ৷ এবার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া’ অর্থাৎ এফএসএসএআই নতুন পদ্ধতি অবলম্বন করে মশলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান খুঁজে বের করার অভিযান শুরু করল৷
যদিও আগেই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি বিবৃতি জারি করে জানিয়েছে, কোনও মশলায় কতখানি কীটনাশক মেশানো হবে, সেই নিয়ে ভারতে যথেষ্ট কড়াকড়ি রয়েছে৷ এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কড়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম৷
উল্লেখ্য, অভিযোগ এক ধরনের কীটনাশক মশলায় ব্যবহার করা হয় রাসায়নিক হিসেবে৷ যার নাম ইথিলিন অক্সাইড৷ এটি কার্সিওজেনিক বলে পরিচিত৷ অর্থাৎ যা ক্যানসার সৃষ্টি করতে পারে৷ সেই উপাদান ভারতীয় মশলায় ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে এবার আরও নিখুঁত এক পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে৷ ইতিমধ্যেই এমডিএইচ ও এভারেস্টের মতো দেশের শীর্ষস্থানীয় মশলা নির্মাতা সংস্থার বহু পণ্যই নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর, হংক৷
দেশের খাদ্য সুরক্ষা সংক্রান্ত ল্যাবরেটরি আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস এই পদ্ধতিকে সবুজ সংকেত দিয়েছে৷ ভারত থেকে অন্য দেশে পাঠানো মশলা, বাইরে থেকে আনা মশলা এবং দেশে ব্যবহারের জন্য যে মশলা তৈরি হয়, সবই যাচাই করে দেখা হবে৷ বাদ যাবে না প্যাকেটজাত মশলাও৷ ইতিমধ্যেই দেড় হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই কীটনাশক মেশানোর মাত্রায় তারতম্য করা হয়৷