• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুম্বই শিবিরে ফাটল আরও চওড়া হচ্ছে

মুম্বই— এবারের আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে সেইভাবে নজরেই পড়ছে না৷ হারের মধ্যে দিয়ে বেশির ভাগ ম্যাচকে উপভোগ করতে হয়েছে হার্দিক পাণ্ডিয়াদের৷ হার্দিক অধিনায়ক হওয়ার পরেই খেলোয়াড়দের মধ্যে দুটো শিবির তৈরি হয়ে গিয়েছে৷ রোহিত শর্মার দিকে একদল ক্রিকেটার যেমন রয়েছেন, আবার হার্দিক পাণ্ডিয়াকে সহযোগিতা করার জন্য কেউ কেউ চেষ্টাও করছেন৷ কিন্ত্ত আশ্চর্যের ব্যাপার, খেলার মাঠে কখনওই

মুম্বই— এবারের আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে সেইভাবে নজরেই পড়ছে না৷ হারের মধ্যে দিয়ে বেশির ভাগ ম্যাচকে উপভোগ করতে হয়েছে হার্দিক পাণ্ডিয়াদের৷ হার্দিক অধিনায়ক হওয়ার পরেই খেলোয়াড়দের মধ্যে দুটো শিবির তৈরি হয়ে গিয়েছে৷ রোহিত শর্মার দিকে একদল ক্রিকেটার যেমন রয়েছেন, আবার হার্দিক পাণ্ডিয়াকে সহযোগিতা করার জন্য কেউ কেউ চেষ্টাও করছেন৷ কিন্ত্ত আশ্চর্যের ব্যাপার, খেলার মাঠে কখনওই কোনও সমন্বয় দেখতে পাওয়া যায়নি৷ যার ফলে মুম্বই শিবিরে ফাটল প্রথম থেকেই দেখতে পাওয়া গেছে৷ এখন সেই ফাটল আরও চওড়া হয়ে গিয়েছে৷ আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর দলের মধ্যে বিভেদ নাকি আরও স্পষ্ট৷ অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ব্যাটিং অনুশীলনে নামতে দেখেই নাকি অন্য জায়গায় চলে যান রোহিত শর্মা৷ ভারত অধিনায়কের সঙ্গী হন সূর্যকুমার যাদবও৷

মুম্বই আইপিএলের লড়াই থেকে ছিটকে গিয়েছে আগেই৷ তার পর প্রকাশ্যে এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিককে নাকি চাননি রোহিত৷ তাতেই মুম্বই শিবিরের বিভাজন আরও স্পষ্ট হয়ে গিয়েছে৷
ওয়াংখেডে়তে ব্যাটিং অনুশীলনের পর মাঠের ধারে বসে সূর্যকুমার এবং তিলক বর্মার সঙ্গে কথা বলছিলেন রোহিত৷ সে সময় নেটে অনুশীলন করতে যাচ্ছিলেন হার্দিক৷ তাঁকে দেখেই রোহিত সেখান থেকে উঠে মাঠের অন্য দিকে চলে যান৷ তাঁর সঙ্গে সূর্যকুমার এবং তিলকও উঠে যান৷ এই ঘটনার পর মুম্বই শিবিরের পরিবেশ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷ শোনা যাচ্ছে, মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির ভারতীয় ক্রিকেটারেরা কেউই নাকি হার্দিককে মানছেন না৷ তাঁরা সকলে রয়েছেন রোহিতের সঙ্গে৷ বিদেশি ক্রিকেটারদের কয়েক জন শুধু হার্দিকের পাশে রয়েছেন৷

আবার ভারতীয় দলের কোচ হবেন শাস্ত্রী? অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকার ঘিরে জল্পনা
এ বার আইপিএলের আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ৷ হার্দিককে গুজরাত টাইটান্স থেকে নিয়ে এসে রোহিতের মাথায় বসিয়ে দেওয়া হয়৷ তখন থেকেই নাকি দু’জনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছিল৷ পরে আইপিএলের প্রথম ম্যাচে রোহিতকে অনভ্যস্ত বাউন্ডারিতে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক৷ তখন থেকেই হার্দিক ও রোহিতের মধ্যে সম্পর্কের চিড় ধরা শুরু হয়েছিল৷