• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভারতীয় টেবল টেনিসে ইতিহাস গড়লেন মণিকা

নিজস্ব প্রতিনিধি— বিশ্ব টেবল টেনিসের পাতায় নাম লেখালেন ভারতের মণিকা বাত্রা৷ ২৫ বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড় নজির গড়ে সবাইকে অবাক করে দিয়েছেন৷ এই প্রথম ভারতের কোনও মহিলা টেবল টেনিস খেলোয়াড় সিঙ্গলসে ক্রমতালিকায় প্রথম ২৫ জনের মধ্যে নাম লিখিয়েছেন৷ তিনি হলেন মণিকা বাত্রা৷ এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি সৌদি আরবে একটি আন্তর্জাতিক টেবল টেনিস

নিজস্ব প্রতিনিধি— বিশ্ব টেবল টেনিসের পাতায় নাম লেখালেন ভারতের মণিকা বাত্রা৷ ২৫ বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড় নজির গড়ে সবাইকে অবাক করে দিয়েছেন৷ এই প্রথম ভারতের কোনও মহিলা টেবল টেনিস খেলোয়াড় সিঙ্গলসে ক্রমতালিকায় প্রথম ২৫ জনের মধ্যে নাম লিখিয়েছেন৷ তিনি হলেন মণিকা বাত্রা৷ এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি সৌদি আরবে একটি আন্তর্জাতিক টেবল টেনিস প্রতিযোগিতা বিশ্বের ২ নম্বর এবং ১৪ নম্বর খেলোয়াড়কে হারিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন মণিকা৷

গত বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে মণিকার স্থান ছিল ৩৯ নম্বরে৷ সেখান থেকে এক লাফে তিনি ১৫ ধাপ এগিয়ে এলেন৷ সেই সময় ক্রমতালিকায় তাঁর আগেই ছিলেন শ্রীজা আকুলা৷ ২৫ বছর বয়সী মণিকা বাত্রা তখন ছিলেন ভারতের দ্বিতীয় বাছাই মহিলা সিঙ্গল টেবল টেনিস খেলোয়াড়৷ এবারে তিনি দেশের এক নম্বর হওয়ার পাশাপাশি বিশ্ব তালিকায় তাঁর স্থান হয়েছে ২৪তম৷ অবশ্য এর আগে ২০১৯ সালে ক্রমতালিকায় ২৪ নম্বরে উঠে এসেছিলেন পুরুষ খেলোয়াড় সাথিয়ান গুণশেখরন৷ ভারতীয় টেবল টেনিস খেলোয়াড়দের মধ্যে সাফিয়ানই ছিলেন প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বতালিকায় সিঙ্গলসে প্রথম ২৫ জনের মধ্যে প্রবেশ করার কৃতিত্ব দেখিয়েছিলেন৷ আর এবারে মণিকা সেই কৃতিত্ব অর্জন করে প্রথম মহিলা টেবল টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের প্রথম ২৫ জন খেলোয়াড়ের মধ্যে নিজের নাম লিখিয়ে ফেললেন৷ তিনি বিশ্বের দুই নম্বর চিনের ওয়াং ম্যানউকে হারিয়েছেন৷ একই প্রতিযোগিতায় বিশ্বের ১৪ নম্বর নিনা মিত্তলহামকেও হারান তিনি৷ এই সাফল্যকে হাতিয়ার করেই তিনি ভারতীয় টেবল টেনিস ইতিহাসে নাম লিখেয়ে ফেললেন৷