• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

রাজ্যপালের বিরুদ্ধে আবারও এক ‘শ্লীলতাহানি’র অভিযোগ!

মুখ বন্ধ খামে নবান্নে জমা পড়ল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা ‘যৌন হেনস্থা’র অভিযোগে লোকসভা আবহে সরগরম রাজ্য-রাজনীতি৷ আর এবার সেই আবহের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে আরও এক ‘যৌন হেনস্থা’র অভিযোগের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল স্বরাষ্ট্র দফতরের কাছে৷ সূত্রের খবর, গত বছর রাজ্যপালের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগ তুলেছিলেন এক ওডিশি নৃত্যশিল্পী৷ পরে নবান্নের তরফ থেকে

মুখ বন্ধ খামে নবান্নে জমা পড়ল রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা ‘যৌন হেনস্থা’র অভিযোগে লোকসভা আবহে সরগরম রাজ্য-রাজনীতি৷ আর এবার সেই আবহের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে আরও এক ‘যৌন হেনস্থা’র অভিযোগের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল স্বরাষ্ট্র দফতরের কাছে৷

সূত্রের খবর, গত বছর রাজ্যপালের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগ তুলেছিলেন এক ওডিশি নৃত্যশিল্পী৷ পরে নবান্নের তরফ থেকে অভিযোগের তদন্ত ভার গ্রহণ করেছিল কলকাতা পুলিশ৷ নবান্নের নির্দেশে সেই তদন্ত ইতিমধ্যেই শেষ৷ তারই রিপোর্ট এদিন জমা পড়ল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে৷ যদিও তাতে কী রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি৷

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসে ওই নৃত্যশিল্পীকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির এক নামি হোটেলে৷ শিল্পীর বয়ান অনুযায়ী, তাঁর বিবাহ হয়েছিল এক বিদেশি নাগরিকের সঙ্গে৷ তবে সেই সম্পর্কে টানাপোডে়নের কারণে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল৷ কিন্ত্ত বিদেশি নাগরিক হওয়ার কারণে তাঁর সঙ্গে কোনও ভাবেই বিবাহবিচ্ছেদ হচ্ছিল না৷ পরে রাজ্যপাল তথা সিভি আনন্দ বোস তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিবাহবিচ্ছেদ করিয়ে দেওয়ার কথাও বলেন, এমনটাই দাবি অভিযোগকারিণীর৷ পাশাপাশি, ভারতের বিদেশমন্ত্রীকে রাজ্যপাল নিজের বিদ্যালয়ের বন্ধু বলেও পরিচয় দেন বলে দাবি করেন নৃত্যশিল্পী৷

মহিলার বয়ানের ভিত্তিতে দিল্লির ওই নামি হোটেলেই তাঁর সঙ্গে ‘অভব্য’ আচরণ করেন রাজ্যপাল৷ ঘটনার দীর্ঘদিন পর, গত বছরের অক্টোবর মাস নাগাদ ওই নৃত্যশিল্পী লালবাজারে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সূত্রের খবর, দিল্লির ওই হোটেল বুক করেছিলেন রাজ্যপালেরই এক আত্মীয়৷ অন্যদিকে গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয়েছিল, তার প্রাথমিক রিপোর্টও গত শনিবার জমা পড়েছে কলকাতা পুলিশ কমিশনারের কাছে৷ রাজ্যপালের বিরুদ্ধে ‘যৌন হেনস্থা’র অভিযোগকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী আবহে সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো সহ শীর্ষ নেতৃত্ব৷ পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে কলকাতা পুলিশের তদন্তকে অসাংবিধানিক বলেও অভিযোগ তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তারই মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে এবার প্রকাশ্যে এল আরও এক অভিযোগ৷