• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আধা সেনার গুলিতে মৃত ৩ বিক্ষোভকারি, পুড়ল সেনার গাড়ি

আটা-বিদু্যতের দাম কমিয়েও পিওকেতে রোষের মুখে পাকিস্তান সরকার কাশ্মীর, ১৪ মে– মঙ্গলবার সকালে পাক আধাসেনার গুলিতে মৃতু্য হয়েছে তিনজনের৷ গুরুতর আহত আরও ৬ জন৷ সোমবারের ন্যায় এদিনও সকাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল৷ আকাশ ছোঁয়া আটার দাম নিয়ে সংঘর্ষ শুরু হয় আপক অধিকৃত কাশ্মীরে৷ পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে

আটা-বিদু্যতের দাম কমিয়েও পিওকেতে রোষের মুখে পাকিস্তান সরকার
কাশ্মীর, ১৪ মে– মঙ্গলবার সকালে পাক আধাসেনার গুলিতে মৃতু্য হয়েছে তিনজনের৷ গুরুতর আহত আরও ৬ জন৷ সোমবারের ন্যায় এদিনও সকাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল৷ আকাশ ছোঁয়া আটার দাম নিয়ে সংঘর্ষ শুরু হয় আপক অধিকৃত কাশ্মীরে৷ পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে আরও তিনজনের মৃতু্য হয়েছে৷
পরিস্থিতি সামাল দিতে সোমবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ তার পরেই ঘোষণা করা হয়, ২ হাজার ৩০০ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হবে অধিকৃত কাশ্মীরকে৷ মূলত বিদু্যৎ ও আটার খরচে ভরতুকি দেওয়ার জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে৷ জানা গিয়েছে, ৪০ কেজি আটার দাম ৩১০০ টাকা থেকে কমিয়ে ২০০০ টাকা করা হয়েছে৷ এছাড়াও প্রতি ইউনিট বিদু্যতেও কিছু ছাড় ঘোষণা করা হয়েছে৷ তবে এত কিছু করেও থামছে না বিক্ষোভের আগুন৷
জানা গিয়েছে, আর্থিক সাহায্যের ঘোষণার পরেই মুজঃফরাবাদ ছেড়ে বিদায় নিচ্ছিল পকিস্তানের আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স৷ ১৯টি গাড়ির কনভয়ে চেপে যাচ্ছিলেন আধাসেনা কর্মীরা৷ আচমকাই তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা৷ পালটা দিতে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে জবাবে প্রথমে কাঁদানে গ্যাস ছোডে় ও পরে গুলি চালায়৷ রাস্তার উপর পাক বাহিনীর তিনটি গাডি়তে আগুন জ্বালিয়ে দেয় উন্মত্ত প্রতিবাদীরা৷ গুলি চালান সেনাকর্মীরাও৷ তাতেই তিনজনের মৃতু্য হয়েছে বলে খবর৷ আহত হয়েছেন আরও ৬ জন৷
উল্লেখ্য, অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি -সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জনতা৷ পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে টানা প্রতিবাদ মিছিল করছে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি৷ প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় পাক রেঞ্জার্স ও পুলিশবাহিনী মোতায়েন করে সরকার৷ অসংখ্য মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি গুলি চালায় পাক পুলিশ৷
বিক্ষোভের মুখে খয়রাতি দিয়েও শান্ত করা গেল না পাক অধিকৃত কাশ্মীরের পাকিস্তান-বিরোধী আন্দোলনকে৷ আন্দোলনকারীদের যৌথ সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি সরকারি ভরতুকির বিজ্ঞপ্তি নিয়ে আইনি পরীক্ষা করে দেখার হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে৷ সনদের কোনও একটি বাদ পডে় যায়, তাহলে তারা বিক্ষোভ-আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছে৷
এদিকে, একদিকে দেশের চরম আর্থিক সংকট এবং বিশ্বব্যাঙ্কের কাছে বিশাল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে চলার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে গত শুক্রবার থেকে শুরু হওয়া আন্দোলন নিয়ে জেরবার ইসলামাবাদ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নওয়াজ শরিফপন্থী পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন৷
উল্লেখ্য, প্রায় চারবছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত অক্টোবরে নওয়াজ দেশে ফেরেন৷ পাক অধিকৃত কাশ্মীরের আন্দোলন প্রশমন করতে সোমবারই পাকিস্তানের প্রধানমন্ত্রীর শরিফের নেতৃত্বে এক বৈঠকে ওই অঞ্চলের পুতুল সরকারকে বেশ কিছু ভরতুকি প্রদান করা হয়৷ কিন্ত্ত তারপরেও পাক সামরিক বাহিনীকে দেখে তাদের উপর চড়াও হন প্রতিবাদীরা৷ সেই সংঘর্ষে গুলিতে ৩ জন মারা গিয়েছেন এবং ৬ জন জখম হয়েছেন৷ পাকিস্তান সরকার বিক্ষোভ শান্ত করতে ৪০ কেজি আটার দাম ৩১০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা করে দেয়৷ বিদু্যতের মাশুলও বিভিন্ন ধাপে ইউনিটপ্রতি ৩ থেকে ৬ টাকা কমিয়ে দেওয়া হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের সরকার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ এরপরেই বিক্ষোভ থামাতে সেখানে যাওয়া পাক আধা সামরিক বাহিনী পাকিস্তানের দিকে ফিরতে শুরু করে৷মুজফফরাবাদের কাছে ৫টি ট্রাক সহ ১৯ গাডি়র কনভয় এসে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ঢিল-পাথর ছুড়তে শুরু করে৷