মুম্বই, ১৪ মে– তিনি এশিয়ার ধনীতম ব্যবসায়ী৷ তার রথের চাকা এগিয়েই চলেছে৷ সেই মুকেশ অম্বানী এবার পা রাখছেন ১৫০ বিলিয়ন ডলারের ব্যবসায়৷ জানা গিয়েছে ডায়াগনস্টিক স্বাস্থ্য পরিষেবা বিভাগে পা রাখছেন তিনি৷ ইতিমধ্যেই পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে৷ তথ্য বলছে, মুকেশ অম্বানীর রিলায়েন্স রিটেল ভেঞ্চারস ডায়াগনস্টিক পরিষেবা সংস্থায় ১০০০ থেকে ৩০০০ কোটি টাকার বেশির ভাগ শেয়ার কেনার পরিকল্পনা করছে৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চারস ইতিমধ্যেই অনলাইন ফার্মাসি নেটমেডস চালু করেছে৷ এই কোম্পানি প্যাথোলজি সেবা প্রদান করে৷ কোম্পানিটি এর জন্য থাইরোকেয়ারের মতো অনেক কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে৷ রিলায়েন্স রিটেল ২০২০ সালে নেটমেডস-এ সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করেছিল৷ রিলায়েন্স ৬২০ কোটি টাকায় এই চুক্তি করেছিল৷ প্রায় দেড় বছর আগে জানুয়ারিতে প্রথম অফলাইন স্টোর খুলেছিল কোম্পানিটি৷ বর্তমানে সারা দেশে এক হাজারের বেশি দোকান রয়েছে৷ বর্তমানে, রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম রিটেল সংস্থা৷ গত অর্থবছরে কোম্পানির আয় ৩ লক্ষ কোটি টাকা ছাডি়য়েছে৷
সূত্রের খবর রিলায়েন্স রিটেল এবার প্যাথোলজি থেকে এগিয়ে নিজস্ব ডায়াগনস্টিক কোম্পানি তৈরি করার পরিকল্পনা করেছে৷ সংস্থাটি সারা দেশে এই ডায়াগনস্টিক কোম্পানির নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে৷ রিলায়েন্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কেউ কিছু জানায়নি৷