• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআর খারিজ মামলার শুনানি আজ?

নিজস্ব প্রতিনিধি– এবার সুবিচার চাইতে কলকাতা হাইকোর্টের দারস্থ একদা বহু চর্চিত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ সম্প্রতি মামলাকারীরা বিচার চাইতে তাঁর এজলাসে হাজির হতেন৷ সেই প্রাক্তন বিচারপতিই বিচার চাইতে কলকাতা হাইকোর্টে গেলেন৷ গত ৫ মে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন৷ সেই এফআইআর

নিজস্ব প্রতিনিধি– এবার সুবিচার চাইতে কলকাতা হাইকোর্টের দারস্থ একদা বহু চর্চিত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ সম্প্রতি মামলাকারীরা বিচার চাইতে তাঁর এজলাসে হাজির হতেন৷ সেই প্রাক্তন বিচারপতিই বিচার চাইতে কলকাতা হাইকোর্টে গেলেন৷ গত ৫ মে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন৷ সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন৷ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আজ অর্থাৎ মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর৷ মামলার আবেদন বিজেপি প্রার্থী জানিয়েছেন, ‘এফআইআর হওয়ায় তাঁর নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে৷ তাই দ্রুত এফআইআর খারিজ করা হোক’৷ তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল৷ সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরিহারাদের একাংশ অনশন চালাচ্ছিলেন৷ গত সপ্তাহের শনিবার সেই কর্মসূচিস্থলের সামনে দিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী৷ ওই মিছিল থেকে শুভেন্দুদের উদ্দেশে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়৷ মিছিল থেকে বিজেপি সমর্থকরা তেডে় যান৷ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ চেয়ার, টেবিল ভাঙচুর হয়৷ ওই ঘটনার পরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে৷ অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ এফআইআরে উল্লেখ করা হয়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ররোচনায় এই হামলা করা হয়৷ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ৷ আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির আবেদন করা মামলাটির শুনানি রয়েছে বলে জানা গেছে৷