• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সমব্যথী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি রিয়াল মাদ্রিদ

প্যারিস— চার ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্ত্ত গ্রানাডার বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়ে তারা আনন্দে আরও মেতে উঠেছিল৷ কিন্ত্ত গ্রানাডাকে হারিয়ে এই ট্রফি নিতে চায়নি রিয়াল মাদ্রিদ৷ তবে তার পরের দিন ওই ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠেছিলেন খেলোয়াড়রা৷ আসলে গ্রানাডার ঘরের মাঠে খেলা ছিল রিয়াল মাদ্রিদের৷ রয়্যাল

প্যারিস— চার ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্ত্ত গ্রানাডার বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়ে তারা আনন্দে আরও মেতে উঠেছিল৷ কিন্ত্ত গ্রানাডাকে হারিয়ে এই ট্রফি নিতে চায়নি রিয়াল মাদ্রিদ৷ তবে তার পরের দিন ওই ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠেছিলেন খেলোয়াড়রা৷ আসলে গ্রানাডার ঘরের মাঠে খেলা ছিল রিয়াল মাদ্রিদের৷ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আগে থেকেই ঠিক করে নিয়েছিল য়ে ম্যাচের শেষে রিয়াল চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেদিনই ফুটবলারদের হাতে লা লিগার ট্রফি তুলে দেওয়া হবে৷ আসলে ওই খেলার ফলাফলের উপরেই যেমন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে, তেমনই আবার গ্রানাডা হেরে যাওয়ায় তারা অবনমনের আওতায় পড়ে যায়৷ তাই সেই ক্লাবের সমর্থকদের সম্মান জানাতে গ্রানাডার মাঠে ট্রফি নিয়ে উল্লাস করতে চাননি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা৷

পরের দিন রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে ট্রফি নিয়ে আসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা৷ তখন মাঠে উপস্থিত ছিলেন রিয়ালের ফুটবলাররা, কোচ কার্লো আনচেলোত্তি ও অন্যান্য কর্মকর্তারা৷ পরে হুড খোলা বাসে চেপে মাদ্রিদের রাস্তায় ট্রফি নিয়ে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকরা৷ টনি ক্রুজ ও জুনিয়ররা সমর্থকদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন৷ রিয়ালের ম্যাচের আগে জিরোনার কাছে বার্সোলোনা হারায় তখনই তাদের ট্রফি জয় নিশ্চিত হয়ে যায়৷ কারণ দু’দলের পয়েন্টের পার্থক্য ছিল ১৩৷ তখনও রিয়াল মাদ্রিদ ট্রফি নেয়নি৷ বায়ার্ন মিউনিখের সঙ্গে তাদের চ্যাম্পিয়ন লিগের সেমি ফাইনালে দ্বিতীয় পর্বের খেলা ছিল৷ সেই খেলায় মন দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে৷ চলতি মরশুমে রিয়াল মাদ্রিদ ৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে পৌঁছে যায়৷

তবে তারা নিজেদের রেকর্ড ভাঙতে পারবে না৷ ২০১১ ও ১২ মরশুমে ১০০ পয়েন্ট নিয়ে লিগ জয় করেছিল৷ এই মুহূর্তে তাদের তিনটি ম্যাচ বাকি আছে৷ তিনটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯৯৷ তবে আপাতত চ্যাম্পিয়ন্স লিগের লক্ষ্য রিয়াল মাদ্রিদের৷ আগামী ২ জুন ওয়েম্বলিতে বুরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে রিয়াল মাদ্রিদ৷