প্যারিস— প্যারিস সঁ জরমেঁর হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপে৷ কিন্ত্ত বিদায়টা মধুর হল না৷ রবিবার রাতে পিএসজি ১-৩ হারে তুলুসের কাছে৷ এমবাপে গোল করতে পারেননি৷
পিএসজি ছেডে় এমবাপে কোথায় যাবেন এখনও খোলসা করেননি৷ কিন্ত্ত বেশিরভাগ সমর্থকের ধারণা, তিনি রিয়াল মাদ্রিদেই যেতে চলেছেন৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়ে গেলেই রিয়ালের নতুন ফুটবলার হিসাবে তাঁর নাম ঘোষণা করা হবে৷ শনিবার একটি ভিডিয়োর মাধ্যমে পিএসজি ছাড়ার কথা ঘোষণা করেছেন এমবাপে৷ কত টাকায় তিনি রিয়ালে সই করবেন, তা আনুষ্ঠানিক ভাবে জানা না গেলেও সম্ভাব্য একটা অঙ্ক প্রকাশ্যে এসেছে৷
রবিবার খেলার আগে এমবাপের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সমর্থকেরা ব্যাঙ্গাত্মক শিস দেন৷ এমবাপে অবশ্য সে সবে পাত্তা দেননি৷ ইটালির এক সাংবাদিকের দাবি, ১০০ মিলিয়ন ইউরো বা ৯০১ কোটি টাকায় রিয়ালে সই করতে চলেছেন এমবাপে৷ পাঁচ বছর চুক্তি হবে তাঁর সঙ্গে৷ এটা সত্যি হলে ফুটবলের ইতিহাসে ‘ফ্রি এজেন্ট’ হিসাবে সবচেয়ে বেশি দামে কোনও ক্লাবে সই করবেন এমবাপে৷
শোনা গিয়েছে, এমবাপে নিজেই রিয়ালের সঙ্গে কোনও রকম দরাদরিতে আগ্রহী নন৷ কারণ দু’বছর আগে তাঁকে সই করাতে চেয়েও পারেনি রিয়াল৷ শেষ মুহূর্তে তা ভেস্তে যায়৷ তাই এ বার এমবাপে কোনও রকম জেদ করতে চাইছেন না৷ এমনকি রিয়ালে যাবেন বলে প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের সঙ্গেও কথা বলেননি তিনি৷