• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রিমিয়ার লিগে ম্যান ইউ’কে হারিয়ে এখন শীর্ষে আর্সেনাল

আর্সেনাল— ইউরোপের সেরা পাঁচটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মধ্যে চারটি টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন হবে, তার নির্ধারণ হয়ে গেছে৷ আর এখন বাকি শুধু প্রিমিয়ার লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে, এই ভাবনায় ফুটবলপ্রেমীরা আলোচনায় মুখর৷ সেই কারণেই প্রিমিয়ার লিগ কে জিতবে, তা নিয়ে চলছে লাখ টাকার প্রশ্ন৷ প্রিমিয়ার লিগের অবস্থান এখন অনেকটাই সাপ-লুডো খেলার মতো চলছে৷ ওল্ড

আর্সেনাল— ইউরোপের সেরা পাঁচটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মধ্যে চারটি টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন হবে, তার নির্ধারণ হয়ে গেছে৷ আর এখন বাকি শুধু প্রিমিয়ার লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে, এই ভাবনায় ফুটবলপ্রেমীরা আলোচনায় মুখর৷ সেই কারণেই প্রিমিয়ার লিগ কে জিতবে, তা নিয়ে চলছে লাখ টাকার প্রশ্ন৷ প্রিমিয়ার লিগের অবস্থান এখন অনেকটাই সাপ-লুডো খেলার মতো চলছে৷ ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল৷ ম্যাচের ২০ মিনিটের মাথায় লিয়ান্দ্রো ত্রোসার্ড জয়সূচক গোলটি করেন৷ এই নিয়ে ১৭ বারের মধ্যে মাত্র দু’বার আর্সেনাল জয় পেয়েছে৷ এখন এই জয়ের সুবাদে ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট হয়েছে ৮৬৷ তারাই এখন লিগ টেবলের শীর্ষে রয়েছে৷ ৩৬ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৮৫৷ আর্সেনালের বাকি রয়েছে আর একটি ম্যাচ৷ ম্যাঞ্চেস্টার সিটিকে খেলতে হবে দু’টি ম্যাচ৷ আর্সেনাল শেষ ম্যাচে মুখোমুখি হবে এভারটনের বিরুদ্ধে৷ পেপ ফুয়ার্দিয়লার ম্যান সিটি খেলবে টটেনহাম হটস্পারের সঙ্গে৷ এবাদেও খেলতে হবে তাদের ওয়েস্টহ্যামের বিরুদ্ধে৷ আর্সেনাল চাইছে টটেনহাম যেন ম্যানসিটিকে হারায়৷ আসলে আর্সেনালের তারকা স্ট্রাইকার কাই হাভার্টজ টটেনহামের বড় সমর্থক৷ তাই তিনি তাদের জয় চাইছেন৷