• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চতুর্থ দফায় সারা দেশে ভোট পড়ল ৬২ শতাংশ

দিল্লি, ১৩ মে— সারা দেশে আজ শেষ হয়েছে লোকসভা ভোটের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব৷ এদিন বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল মোট ৬২ শতাংশ৷ সোমবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হয়৷ এর মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ভোট পডে়ছে৷ মধ্যপ্রদেশে ৬৮.০১ শতাংশ, জম্মু-কাশ্মীর ও মহারাষ্ট্রে সব থেকে কম ৩৫.৭৫ শতাংশ এবং ৫২.৪৯

দিল্লি, ১৩ মে— সারা দেশে আজ শেষ হয়েছে লোকসভা ভোটের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব৷ এদিন বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল মোট ৬২ শতাংশ৷ সোমবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হয়৷ এর মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ভোট পডে়ছে৷ মধ্যপ্রদেশে ৬৮.০১ শতাংশ, জম্মু-কাশ্মীর ও মহারাষ্ট্রে সব থেকে কম ৩৫.৭৫ শতাংশ এবং ৫২.৪৯ শতাংশ ভোট পডে়৷

অন্ধ্রের তেলুগু দেশম পার্টি এবং ওয়াইএসআরসিপি পরস্পরের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছে৷ এর মধ্যে বুথ দখল থেকে প্রার্থীদের গাডি় ভাঙচুরের অভিযোগ রয়েছে৷ ওয়াইএসআরের এক বিধায়ক এক ভোটারকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে৷ অন্যদিকে, হায়দরাবাদের বিজেপি প্রার্থী কে মাধবী লতা মুসলিম মহিলা ভোটারদের বোরখা তুলে মুখ দেখেছেন বলে অভিযোগ উঠেছে৷

রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট পডে়ছে গডে় ৭৫.৬৬ শতাংশ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে কম ভোট পডে়ছে আসানসোল আসনে৷ আসানসোলে বিকেল ৫টা পর্যন্ত ভোট পডে়ছে ৬৯.৪৩ শতাংশ৷ কমিশন জানিয়েছে, মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে৷ এদিন বিকেল ৫টা পর্যন্ত বহরমপুরে ভোট পডে়ছে ৭৫.৩৫ শতাংশ৷ কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ, রানাঘাটে ৭৭.৪৬ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, বোলপুরে ৭৭.৭৭ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পডে়ছে৷

ওড়িশায় লোকসভার পাশাপাশি চলছে বিধানসভার ভোটও৷ চতুর্থ দফার ৯৬ আসনের লোকসভা নির্বাচনের অন্ধ্রের ১৭৫ আসনে ও পড়শি রাজ্য ওড়িশাতেও চতুর্থ দফায় ৬ লোকসভা কেন্দ্র এবং ২৮ বিধানসভার ভোট হচ্ছে৷ সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোটে বিকেল পর্যন্ত সব মিলিয়ে ৬২ শতাংশ ভোট পড়েছে বলেই কমিশন সূত্রে খবর৷ অন্ধ্রে এবার শাসক ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট মূল লড়াইয়ে৷ তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট৷ ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়ছে ১৪৪ আসনে৷

এরই মধ্যে দক্ষিণ ভারতে জয় নিয়ে আগাম ভবিষ্যতবাণী করলেন বিজেপির মহাসভাপতি অমিত শাহ৷ একাধিক রাজ্য বড় জয় পেতে চলেছে গেরুয়া শিবির৷ এক সংবাদস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের ঘোষণা, আমরা দক্ষিণের চার রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বড়সড় জয়ের দিকে এগোচ্ছি৷

জয় নিয়ে এতটাই আত্মবিশ্বাসী দেখা যায় অমিত শাহকে যে, এদিন ৪ জুনের পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান হবে বলেই ইঙ্গিত তার৷ দেশবাসীকে তাঁর পরামর্শ দিয়ে অমিত শাহ বলেন, এবার চারশোরও বেশি আসন পেয়ে আবার সরকার গড়বে এনডিএ৷ তার জেরে আবার উর্ধ্বমুখী হবে শেয়ার বাজার৷