• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রচারের শেষ বেলায় অধীরের বর্ণাঢ্য রোড শো বহরমপুরে

কুশলকুমার বাগচী, বহরমপুর, ১১ মে— শনিবার প্রচারের শেষ লগ্নে মুর্শিদাবাদের বহরমপুর শহরে বর্ণাঢ্য রোড শো করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী৷ হুড খোলা গাডি়তে তার সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী৷ জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় অধীর চৌধুরীর রোড শো৷ এরপর শহরের দক্ষিণ থেকে উত্তরের একাধিক এলাকা পরিক্রমা করে তার গাডি়৷ তাঁর হুড খোলা গাডি়র

কুশলকুমার বাগচী, বহরমপুর, ১১ মে— শনিবার প্রচারের শেষ লগ্নে মুর্শিদাবাদের বহরমপুর শহরে বর্ণাঢ্য রোড শো করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী৷ হুড খোলা গাডি়তে তার সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী৷ জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় অধীর চৌধুরীর রোড শো৷ এরপর শহরের দক্ষিণ থেকে উত্তরের একাধিক এলাকা পরিক্রমা করে তার গাডি়৷ তাঁর হুড খোলা গাডি়র সামনে এবং পিছনে ছিলেন কয়েক হাজার বাম এবং কংগ্রেসের কর্মী-সমর্থক৷ বর্ণাঢ্য এই রোড শো দেখতে এদিন মানুষ রাস্তার দু’ধারে ভিড় করেন৷ তাদের উদ্দেশে কখনো নমস্কার এবং কখনো হাত নেডে় অভিবাদন জানান অধীরবাবু৷ অনেকে বাডি়র ব্যালকনি থেকে অধীরবাবুর দিকে ছুঁডে় দেন ফুলের পাপডি়৷ অনেকে এসে পরিয়ে দেন ফুলের মালা৷ রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশে তিনি চকলেট ছুঁডে় দেন৷

অধীর চৌধুরীর রোড শো চলাকালীনই লালদিঘি এলাকায় তার সঙ্গে মুখোমুখি হয় বি জে পি প্রার্থী ডা: নির্মলকুমার সাহার প্রচার গাডি়৷ এদিন একই রাস্তায় চলে আসে দুই দলের রোড শো৷ সৌজন্য বিনিময় করেন দুই প্রার্থী৷ দু’জন দু’জনকে নমস্কার, প্রতি নমস্কার করেন৷ রাস্তায় দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গেই অধীর চৌধুরীর গাডি়র দিকেও ফুল ছুঁডে় শুভেচ্ছা জানাতে দেখা যায়
বি জে পি প্রার্থী এবং গাডি়তে থাকা তার এক অনুগামীকে৷ এদিন হঠাৎই মুখোমুখি হন দু’জন৷ অধীরবাবুর গাডি় লালদিঘি থেকে সমবায়িকার মোডে়র দিকে যাচ্ছিল৷ অন্যদিকে রানিবাগান থেকে লালদিঘি এলাকায় আসছিল বি জে পি প্রার্থীর গাডি়৷ একেবারে মুখোমুখি হয়ে পডে়ন দু’জনে৷ এরপরেই রাজনৈতিক সৌজন্য দেখা যায় দু’জনের মধ্যে৷

রাজনীতিতে এই রকম সৌজন্য থাকা উচিত বলেই মনে করেছন
বি জে পি প্রার্থী ডা নির্মলকুমার সাহা৷ রোড শো চলাকালীনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ এক প্রশ্নের উত্তরে গাডি়তে দাঁডি়য়েই তিনি বলেন, “রোড শো চলাকালীনই হঠাৎই অধীর চৌধুরীর সঙ্গে দেখা হয়৷ আমরা সৌজন্য বিনিময় করেছি৷ আমরা আমাদের পক্ষ থেকে যতটা পেরেছি তাকে সৌজন্য দেখিয়েছি৷ তাকে নমস্কার করেছি৷ তার দিকে ফুল ছুঁডে় দিয়েছি৷ রাজনীতিতে সৌজন্য থাকা উচিত৷ এরকম সৌজন্য নিয়েই রাজনীতি করা উচিত৷”