• facebook
  • twitter
Friday, 18 October, 2024

রানিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো, ৩০ আসনে জেতানোর ডাক

নিজস্ব প্রতিনিধি— এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে কমপক্ষে ৩০ আসনে জেতানোর ডাক দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ একইসাথে বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য দূর্নীতি, কয়লা চুরি, বালি চুরি ও গরু পাচার বন্ধ করার জন্য ডাক দিলেন নরেন্দ্র মোদির ডেপুটি৷ একইসঙ্গে তার দাবি, এবার ৪০০ পার হলেই, এইসব কিছু বিজেপি সরকার করবে৷ শুক্রবার সন্ধ্যায়, আসানসোল

নিজস্ব প্রতিনিধি— এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে কমপক্ষে ৩০ আসনে জেতানোর ডাক দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ একইসাথে বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য দূর্নীতি, কয়লা চুরি, বালি চুরি ও গরু পাচার বন্ধ করার জন্য ডাক দিলেন নরেন্দ্র মোদির ডেপুটি৷ একইসঙ্গে তার দাবি, এবার ৪০০ পার হলেই, এইসব কিছু বিজেপি সরকার করবে৷ শুক্রবার সন্ধ্যায়, আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে রানিগঞ্জ শহরে হুড খোলা গাড়িতে রোডশো করেন অমিত শাহ৷ তার সঙ্গে প্রার্থী ছাড়াও ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার৷ হুড খোলা গাড়িতে ওঠার পরে অমিত শাহকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা সভাপতি ও বিধায়ক৷

এদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে রানিগঞ্জে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী৷ রানিগঞ্জ শহরের সিয়ারশোল রাজবাড়ি থেকে তার রোডশো শুরু হয়৷ তাঁকে দেখতে তখন রাস্তার দুধারে বিজেপির পতাকা হাতে প্রচুর৷ সবার মুখে জয় শ্রীরাম স্লোগান৷ তা দেখে রোডশোর শুরুতে উচ্ছ্বসিত অমিত শাহ নিজে মাইক নিয়ে বেশ কয়েকবার পাল্টা স্লোগান দেন৷ এক কিলোমিটারের মতো রাস্তা পার করে সন্ধ্যে সাড়ে সাতটার পরে শিশুবাগান এলাকায় কাজি নজরুল ইসলামের মূর্তির সামনে গিয়ে এই রোডশো শেষ হয়৷

রোড শো শেষে হুড খোলা গাড়ির উপরে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, এবারের ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রের ইভিএমে ১ নং বোতাম টিপে এসএস আলুওয়ালিয়াকে ভোট দিলেই মোদিজি প্রধানমন্ত্রী হবেন৷ এসএস আলুওয়ালিয়া সাংসদ হবেন৷ আর বাংলায় ৩০ আসন পেলে এবারে ৪০০ পার হবে৷ নজরুল মূর্তির সামনে দাঁড়িয়ে বলছি, কাজি নজরুল ইসলাম বাংলায় শিক্ষার জন্য অনেক কাজ করেছেন৷ আগে নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনা যেতো৷ এখন তার বদলে বোমার শব্দ শোনা যায়৷ এইসব বন্ধ করে সোনার বাংলা গড়তে পারবে একমাত্র বিজেপি৷ স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালির প্রসঙ্গ টেনে মমতা ও ভাইপো অভিষেককে আক্রমণ করেন৷ তিনি বলেন, ওখানে মহিলাদেরকে নির্যাতন করা হয়েছে৷ আপনারা কি চান না কাটমানি ও সিন্ডিকেট বন্ধ হোক? যারা কয়লা চুরি, বালি চুরি ও কয়লা পাচার করেছে, তারা শাস্তি পাক? আপনারা কি চান না সিএএ কার্যকর হয়ে, যারা নাগরিক নন, তারা নাগরিকত্ব পান?