• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিল দলে জায়গা পেলেন না তারকা ফুটবলার নেইমার ও রিচার্লিসন

সাও পাওলো— ব্রাজিলে আর কয়েক সপ্তাহ বাদেই কোপা আমেরিকা ফুটবল শুরু হতে চলেছে৷ ওই প্রতিযোগিতায় ব্রাজিল দলে কারা খেলবেন, তা ঘোষণা করা হয়েছে৷ সবচেয়ে অবাক হতে হয়, কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন রিচার্লিসন৷ সেই রিচার্লিসনকে দলে রাখা হয়নি৷ শুধু রিচার্লিসনই বাদ পড়েনি৷ বাদ পড়েছেন নেইমারের মতো তারকা ফুটবলাররা৷ পাশাপাশি

সাও পাওলো— ব্রাজিলে আর কয়েক সপ্তাহ বাদেই কোপা আমেরিকা ফুটবল শুরু হতে চলেছে৷ ওই প্রতিযোগিতায় ব্রাজিল দলে কারা খেলবেন, তা ঘোষণা করা হয়েছে৷ সবচেয়ে অবাক হতে হয়, কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন রিচার্লিসন৷ সেই রিচার্লিসনকে দলে রাখা হয়নি৷ শুধু রিচার্লিসনই বাদ পড়েনি৷ বাদ পড়েছেন নেইমারের মতো তারকা ফুটবলাররা৷ পাশাপাশি বেশ কয়েকজন তারকা ফুটবলারেরও জায়গা হয়নি ব্রাজিল দলে৷ রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এবং বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলা দুরন্ত ফুটবলার ক্যাসেমিরোকেও দলে জায়গা দেওয়া হয়নি৷ এখানে উল্লেখ করা যেতে পারে, ৩২ বছর বয়সী এই খেলোয়াড় টানা মরশুম জুড়ে দারুণ ফর্মে খেলেছেন এবং তাঁর ফিটনেস দেখে অবাক হতে হয়৷ জাতীয় দলের হয়ে ৭৫টি ম্যাচ খেলার পরেও কোপা আমেরিকা ফুটবলে খেলার জন্য ব্রাজিল দলে তাঁর ঠাঁই হয়নি৷ কোচ দোরিভাল জুনিয়র এই দুই তারকা ফুটবলারকে বাদের তালিকায় রেখেই দল গঠনে আগ্রহ প্রকাশ করেছেন৷

টটেনহাম হটস্পারের হয়ে খেলা রিচার্লিসন এবারে মোট ১২টি গোল করেছেন৷ পাশাপাশি তিনি গোল করানোর জন্য বেশ কয়েকবার সতীর্থ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন৷ সেই অর্থে কখনওই বলা যাবে না, তিনি ভালো ফর্মে ছিলেন না৷ তবুও কোচের পছন্দের তালিকায় তাঁকে রাখা হয়নি৷ এছাড়াও দলে জায়গা পাননি আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহাও৷ তবে এই দলে সবচেয়ে বড় চমক হল , মাত্র ১৮ বছর বয়সী খেলোয়াড় রিয়ালের এনড্রিক, তিনি সবে ১৮ বছর পূর্ণ করলেন, তাঁকে ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ বলা হয়৷ ইতিমধ্যেই দেশের হয়ে চারটি ম্যাচে অংশ নিয়েছেন এবং দু’টি গোলও করেছেন৷ এনরিককে তাই উদীয়মান খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য৷ এছাড়া আক্রমণভাগের নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস ও রদ্রিগো৷ এমনকি, সবে চোট সারিয়ে মাঠে ফিরেছেন মিলিতা৷ তিনিও ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন৷ ন’বারের কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন ব্রাজিল দল প্রথম মাঠে নামবে ২৪ জুন৷ তাদের প্রতিপক্ষ হল কোস্টারিকা৷ দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে ২৮ জুন আর এই গ্রুপে কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলকে লড়তে হবে ২ জুলাই৷ কোপা আমেরিকা ফুটবল শুরু হবে ২০ জুন থেকে৷ আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই৷ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দু’টি প্রস্ত্ততি ম্যাচ খেলবে ব্রাজিল৷ প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে ৮ জুন৷ আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ১২ জুন৷

ব্রাজিলের দল: গোলকিপার— বেন্টো, এদেরসন, অ্যালিসন বেকার; ডিফেন্ডার— দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস; মিডফিল্ডার— আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা; ফরোয়ার্ড— এনড্রিক, এভানিলসন, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, স্যাভিনহো এবং ভিনিসিয়াস৷