• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাসেল দেশে ফিরে গেলে সমস্যায় পড়বে কেকেআর

নিজস্ব প্রতিনিধি— যখন শনিবার বিকেল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করল, ঠিক তার আগেই ইডেন উদ্যানের গ্যালারিতে প্রচুর দর্শক এসে গিয়েছিলেন৷ কখন খেলা শুরু হবে, তা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই আর একটা গুঞ্জন শোনা গেল প্রেস বক্স থেকে অন্যত্র৷ আগামী ২১ মে থেকে আইপিএল ক্রিকেটে প্লে-অফ ম্যাচ শুরু হচ্ছে৷ কলকাতা নাইট রাইডার্স

নিজস্ব প্রতিনিধি— যখন শনিবার বিকেল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করল, ঠিক তার আগেই ইডেন উদ্যানের গ্যালারিতে প্রচুর দর্শক এসে গিয়েছিলেন৷ কখন খেলা শুরু হবে, তা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই আর একটা গুঞ্জন শোনা গেল প্রেস বক্স থেকে অন্যত্র৷ আগামী ২১ মে থেকে আইপিএল ক্রিকেটে প্লে-অফ ম্যাচ শুরু হচ্ছে৷ কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে নিয়ে এই গুঞ্জনের বাতাবরণ তৈরি হয়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলে আন্দ্রে রাসেলকে নেওয়া হয়েছে৷ ২৬ মে চেন্নাইতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷ অন্যদিকে ২৩ মে থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ৷ তিন ম্যাচের সিরিজ শেষ হবে আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলার দিনই৷ এই সিরিজকে সামনে রেখে বিশ্বকাপের প্রস্ত্ততি সেরে নিতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ৷ যেহেতু রাসেল বিশ্বকাপ দলে রয়েছেন, তাই দেশের থেকে ডাক এলে রাসেলকে চলে যেতে হবে জাতীয় দলে খেলার জন্য৷

একই রকম সমস্যা তৈরি হয়েছে কলকাতা দলের উইকেট রক্ষক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফিল সল্টকে নিয়ে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের হয়ে খেলবেন৷ তা জানিয়ে দেওয়া হয়েছে৷ অর্থাৎ ইংল্যান্ড দলে তিনি জায়গা পেয়েছেন বলে, তাঁকেও দেশে ফিরে যেতে হবে৷ সেই কারণেই কেকেআর প্লে-অফ ম্যাচের পর ফাইনালে খেলার সুযোগ পায়, তাহলে বড় সমস্যা তৈরি হবে৷ তখন কীভাবে দল সাজানো হবে, সেই বিষয়ে এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর৷ ক্রিকেট প্রেমীরা অনেকেই বলছেন, যদি রাসেল দেশে ফিরে যান, সেক্ষেত্রে রিঙ্কু সিংয়ের উপরেই বড় দায়িত্ব পড়ে যাবে৷ হয়তো সেই কারণেই মেন্টর নিজেই রিঙ্কুর সঙ্গে কথা বলতে চান৷ মানসিক দিক দিয়ে এই মুহূর্তে রিঙ্কু অনেকটা পিছিয়ে পড়েছেন৷ তিনি যেমন আইপিএল ক্রিকেটে ভালো ফর্মের নেই, তার উপরে বিশ্বকাপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি৷ সবদিক দিয়েই রিঙ্কু মানসিকভাবে বিপর্যস্ত৷ তবুও সাহসী ক্রিকেটার হিসেবে রিঙ্কু ঘুরে দাঁড়াতে চাইছেন৷ দর্শকরা অপেক্ষা করছেন রিঙ্কুর ব্যাট থেকে বড় অঙ্কের রান আসুক৷