আহমেদাবাদ– মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন শুভমন গিল৷ ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে গুজরাত টাইটান্সের অধিনায়ককে৷ জরিমানা দিতে হবে তাঁর দলকেও৷ আরও এক বার এই ভুল করলে নির্বাসিতও করা হতে পারে শুভমনকে৷
শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের৷ সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত ২৩১ রান করে৷ জবাবে চেন্নাইয়ের ইনিংস থেমে যায় ১৯৬ রানে৷ ৩৫ রানে জেতে চেন্নাই৷ কিন্ত্ত সেই ম্যাচে গুজরাত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি৷ এর ফলে শুভমনের জরিমানা হয়৷ দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা কাটা হবে৷
এ বারের আইপিএলে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন শুভমন৷ এর আগের বারও চেন্নাইয়ের বিরুদ্ধে এই ভুল করেছিল গুজরাত৷ ২৬ মার্চ সেই ম্যাচ হয়েছিল৷ সে বার ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল শুভমনের৷ দ্বিতীয় বার এই ভুল করার কারণে জরিমানার পরিমাণ বাড়ল তাঁর৷ বোর্ডের নিয়ম অনুযায়ী তৃতীয় বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নির্বাসিত হবেন তিনি৷
ম্যাচে শতরান করেন শুভমন৷ ৫৫ বলে ১০৪ রান করেন তিনি৷ অন্য ওপেনার সাই সুদর্শন ৫১ বলে ১০৩ রান করেন৷ তাঁরা ২১০ রানের জুটি গড়েন৷ তাঁদের দাপটেই ২৩১ রান তোলে গুজরাত৷ সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৯৬ রান৷ ড্যারিল মিচেল ৩৪ বলে ৬৩ রান করেন৷ মইন আলি ৩৬ বলে ৫৬ রান করেন৷ ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ধোনি৷ কিন্ত্ত দলকে জেতাতে পারেননি৷