• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজভবনের কর্মীদের তলব

নিজস্ব প্রতিনিধি— রাজভবনের তরফ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ হতেই আবারও তদন্তে তৎপর কলকাতা পুলিশ৷ বৃহস্পতিবার রাজভবনের পক্ষ থেকে ‘সাচ কে সামনে’ অনুষ্ঠানের মাধ্যমে রাজভবনের দুটি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে৷ ১ঘন্টা ১৯মিনিটের ফুটেজ দেখানো হয়েছে তিন পর্যায়ে৷ তার মধ্যে যাঁদের মুখ দেখা গিয়েছে তাঁদের তলব করল লালবাজার৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, মোট তিনজনকে এদিন তলব

নিজস্ব প্রতিনিধি— রাজভবনের তরফ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ হতেই আবারও তদন্তে তৎপর কলকাতা পুলিশ৷ বৃহস্পতিবার রাজভবনের পক্ষ থেকে ‘সাচ কে সামনে’ অনুষ্ঠানের মাধ্যমে রাজভবনের দুটি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে৷ ১ঘন্টা ১৯মিনিটের ফুটেজ দেখানো হয়েছে তিন পর্যায়ে৷ তার মধ্যে যাঁদের মুখ দেখা গিয়েছে তাঁদের তলব করল লালবাজার৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, মোট তিনজনকে এদিন তলব করা হয়েছিল৷ তবে তাঁরা কেউই সাড়া দেননি কলকাতা পুলিশের তলবে৷ বর্তমানে রাজভবন জুড়ে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে৷ তবে তার মধ্যে সবই রয়েছে রাজ্যপাল ব্যবহূত কক্ষগুলির বাইরে৷ রাজ্যপাল থাকেন রাজভবনের উপর তলায়, সেক্ষেত্রে ওই এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই৷

সূত্রের খবর, রাজভবেন দায়িত্বে থাকা পূর্ত ভবনের কাছ থেকেই লালবাজার এই ফুটেজ সংগ্রহ করেছে৷ অন্যদিকে গত ২মে হেয়ার স্ট্রিট থানায় ‘শ্লীলতাহানি’র অভিযোগ তোলা ওই মহিলার বয়ানের সঙ্গে সমস্ত কিছুই মিলে গিয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারী অফিসারেরা৷ উল্লেখ্য, গত ২মে রাজ্যপালের বিরুদ্ধে ‘যৌন হেনস্থা’র অভিযোগ সামনে আসতেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি৷ কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত করার জন্য ডিসি (সেন্ট্রাল) এর নেতৃত্বে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও৷ তারপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর এক্স হ্যান্ডেলে সংবিধানের ধারা উল্লেখ করে কলকাতা পুলিশের তদন্তকে আইন বহির্ভূত বলেও দাবি করেছেন৷

যদিও বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে রাতেই সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসা তিনজনকে তলব করা হয়৷ অন্যদিকে প্রকাশ্যে এসেছে অভিযোগকারিণীর মুখও৷ অভিযোগকারিণীর দাবি, ‘‘রাজ্যপাল ‘শ্লীলতাহানি’র পাশাপাশি আরও একটি ঘৃণ্য কাজ করলেন৷ এই ভাবে অভিযোগকারিনীর অনুমতি ছাড়া তাঁর ছবি প্রকাশ্যে আনা যায় না৷’’

একই সঙ্গে, মহিলার ছবি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের মুখমুখি হতেই তিনি বলেন, ‘‘এই ভাবে ছবি প্রকাশ করে রাজ্যপাল আরও বড় অপরাধ করলেন৷ ছোট বোনটিকে কাজের নামে যৌন হেনস্থা করেছেন উনি৷’’ পাশাপাশি, রাজ্য সরকারকে আদালতের দ্বারস্থ হওয়া উচিত বলেও দবি অভিষেকের৷