• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ছত্তিশগড়ে ১২ জন মাওবাদীর মৃতু্য

রাঁচি, ১০ মে— ফের মাওবাদী দমন অভিযান ছত্তিশগড়ে, এ বার নিহত ১২ জন মাওবাদী৷ শুক্রবার দুপুর থেকেই ছত্তিশগড়ের বিজাপুর জেলার গঙ্গালুরে শুরু হয়েছিল পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির সংঘর্ষ৷ সন্ধ্যায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানান, ‘গঙ্গালুরের ওই এলাকায় ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে৷’ উল্লেখ্য, গত এপ্রিলেই পুলিশ এবং আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে

রাঁচি, ১০ মে— ফের মাওবাদী দমন অভিযান ছত্তিশগড়ে, এ বার নিহত ১২ জন মাওবাদী৷ শুক্রবার দুপুর থেকেই ছত্তিশগড়ের বিজাপুর জেলার গঙ্গালুরে শুরু হয়েছিল পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির সংঘর্ষ৷ সন্ধ্যায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানান, ‘গঙ্গালুরের ওই এলাকায় ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে৷’ উল্লেখ্য, গত এপ্রিলেই পুলিশ এবং আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে ছত্তিশগড়ের মৃতু্য হয়েছিল ২৯ জন মাওবাদীর৷ তবে সেই অভিযান হয়েছিল বস্তারে৷ শুক্রবারের শুক্রবার বিজাপুরে মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাই৷ পরিসংখ্যান বলছে, এই নিয়ে চলতি বছরে ১০০-রও বেশি মাওবাদীর মৃতু্য হল৷ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে নিহত মাওবাদীর সংখ্যা ছিল ৯১৷ শুক্রবারের অভিযানের পর তা বেডে় দাঁড়াল ১০৩-এ৷ ২০১৯ সালের পর থেকে এক বছরে নিহত মাওবাদীর সংখ্যা হিসাব করলে, এটিই সর্বোচ্চ৷

এই অভিযানের সাফল্য ঘোষণা করে মুখ্যমন্ত্রী সাই বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবর বলে এসেছেন, তাঁরা ছত্তিশগড়েকে মাওবাদ-মুক্ত করতে চান৷ ছত্তিশগড়ের মানুষ এখন ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন৷’