• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির গঙ্গাধর কয়াল

নিজস্ব প্রতিনিধি— সন্দেশখালি ঘটনায় ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে৷ সম্প্রতি যে ভিডিয়ো ভাইরাল হয়, সেই ভিডিয়োর জন্য প্রাণের আশঙ্কা তৈরি হয়েছে, এমনই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল৷ তাঁরা আগেই দাবি করেছেন, ওই ভিডিয়ো আসলে ভুয়ো৷ তাঁদের ছবি ব্যবহার করে ওই ভিডিয়ো বানানো হয়েছে৷

নিজস্ব প্রতিনিধি— সন্দেশখালি ঘটনায় ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে৷ সম্প্রতি যে ভিডিয়ো ভাইরাল হয়, সেই ভিডিয়োর জন্য প্রাণের আশঙ্কা তৈরি হয়েছে, এমনই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল৷ তাঁরা আগেই দাবি করেছেন, ওই ভিডিয়ো আসলে ভুয়ো৷ তাঁদের ছবি ব্যবহার করে ওই ভিডিয়ো বানানো হয়েছে৷ আর সেটাই ছডি়য়ে পডে়ছে সোশ্যাল মিডিয়ায়৷ বিজেপি নেতাদের অভিযোগ এমন প্রচুর ফেক ভিডিয়ো ছড়ানো হয়েছে৷ তার জেরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে৷ সিবিআই-এর কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা, কিন্ত্ত এখনও নিরাপত্তার অভাব বোধ করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ শুক্রবার কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করা হয়েছে৷ এদিন বিচারপতি উল্লেখ করেছেন, সন্দেশখালির সব মামলা এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তিনি৷ আগামী সোমবার হতে পারে এই মামলার শুনানি৷ যে ভিডিয়োতে গঙ্গাধরকে দেখা যায়, সেখানে তাঁকে বলতে শোনা যায়, সন্দেশখালির মহিলাদের করা অভিযোগ মিথ্যা৷ পরে গঙ্গাধর সংবাদমাধ্যমকে জানান, তাঁর গলা নকল করে কেউ বা কারা এই কাজ করেছে৷ তবে এটাই শেষ নয়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে৷ নির্যাতিতা হিসেবে কারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন, সেই প্রশ্ন তুলতে শোনা গিয়েছে রেখাকে৷ তবে রেখার দাবি, এটা অনেক পুরনো ভিডিয়ো৷ এদিকে, এক মহিলা দাবি করেছেন, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা রুজু করানো হয়, তিনি অভিযোগ তুলে নিতে চান৷ আগামী সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে৷