• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইস্তফা দিতে ইচ্ছে প্রকাশ করেছেন লোকেশ রাহুল

লখনউ— আইপিএল ক্রিকেট শেষ হওয়ার আগেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে ইস্তফা দিতে চলেছেন? যদি লোকেশ রাহুল ইস্তফা দেন, তাহলে শেষ দুই ম্যাচে লখনউ দলের সহঅধিনায়ক নিকোলাস পুরান নেতৃত্ব দেবেন৷ আসলে গত বুধবার লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দরাবাদের কাছে জঘন্যভাবে হেরে যায়৷ খেলার শেষে হায়দরাবাদের অধিনায়ক লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দেন দলের মালিক সঞ্জীব

লখনউ— আইপিএল ক্রিকেট শেষ হওয়ার আগেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে ইস্তফা দিতে চলেছেন? যদি লোকেশ রাহুল ইস্তফা দেন, তাহলে শেষ দুই ম্যাচে লখনউ দলের সহঅধিনায়ক নিকোলাস পুরান নেতৃত্ব দেবেন৷ আসলে গত বুধবার লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দরাবাদের কাছে জঘন্যভাবে হেরে যায়৷ খেলার শেষে হায়দরাবাদের অধিনায়ক লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷ শুধু ধমকই নয়, বেশ কঠোর ভাষায় অধিনায়ককে ভৎর্‌সনা করেন৷ সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ পাশেই ছিলেন৷ সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা যায়, বেশ উত্তেজিত৷ তিনি যেভাবে রাহুলকে কথাগুলি বলছিলেন, তাতে স্বাভাবিক, তা মেনে নিতে পারেননি অধিনায়ক রাহুল৷ প্রকাশ্যে এইভাবে রাহুলকে ধমক দেওয়াটা মেনে নেওয়া যায় না৷ রাহুলকে ডেকে নিয়ে ঘরের মধ্যে আলোচনা করে ব্যর্থতার কারণগুলি বলতে পারতেন৷ কিন্ত্ত তা না করে, গোয়েঙ্কা যেভাবে ব্যবহারটা করেছেন, তাতে ক্ষুব্ধ অধিনায়ক রাহুল নিজেও৷ রাহুল যেমন এই ব্যবহার মেনে নিতে পারেননি, তেমনই আবার বিরাট কোহলিও খুশি নন৷ বেঙ্গালুরুর প্রাক্তন কোচ মাইক হেসন বলেছেন, মালিক সঞ্জীব গোয়েঙ্কার মাথা ঠিকমতো হয়তো কাজ করেনি৷ চিন্তাভাবনা করে কথা বলা উচিত ছিল৷ আবার লোকেশ রাহুল বলেছেন, অপেক্ষা করুন, আমাদের কী করতে বলছেন, সেটাও আমাদের জানা নেই৷

মালিক সঞ্জীব গোয়েঙ্কার ব্যবহারে তিনি আর দলের অধিনায়ক হিসেবে থাকতে চাইছেন না, এমন কথা বলেছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে লোকেশ রাহুল৷ রাহুল লখনউ দলের হয়ে আর খেলতে চাইছেন না৷ ভারতীয় দলের অভিজ্ঞ প্রাক্তন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান লোকেশ রাহুলের ইস্তফা দেওয়াটা এখন সময়ের অপেক্ষা৷