• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি — একটানা তাপপ্রবাহের পরে সপ্তাহের শুরু থেকেই স্বস্তি দিয়েছে বৃষ্টি৷ তাপমাত্রার পারদ এক ধাক্কায় চারের ঘর থেকে দু’য়ের ঘরে নেমে এসেছে৷ সোমবার থেকে রোজই বিকেলের পর থেকে বজ্রবিদু্যৎসহ ঝড়বৃষ্টি হচ্ছে৷ তবে বৃহস্পতিবার একদম সকাল থেকেই আকাশের মুখ গোমড়া৷ এদিন সকালেই নেমেছে সন্ধের অন্ধকার৷ সঙ্গে ছিল মেঘের গর্জন৷ বেলা একটু বাড়তে না বাড়তেই বেশ

নিজস্ব প্রতিনিধি — একটানা তাপপ্রবাহের পরে সপ্তাহের শুরু থেকেই স্বস্তি দিয়েছে বৃষ্টি৷ তাপমাত্রার পারদ এক ধাক্কায় চারের ঘর থেকে দু’য়ের ঘরে নেমে এসেছে৷ সোমবার থেকে রোজই বিকেলের পর থেকে বজ্রবিদু্যৎসহ ঝড়বৃষ্টি হচ্ছে৷ তবে বৃহস্পতিবার একদম সকাল থেকেই আকাশের মুখ গোমড়া৷ এদিন সকালেই নেমেছে সন্ধের অন্ধকার৷ সঙ্গে ছিল মেঘের গর্জন৷ বেলা একটু বাড়তে না বাড়তেই বেশ কয়েকটি জেলায় বজ্রবিদু্যৎসহ বৃষ্টি শুরু হয়েছে৷

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বিহার-নেপাল এলাকায় একটি মেঘপুঞ্জ অবস্থান করছে৷ যার প্রভাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর আবহ তৈরি হয়েছে৷ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার হুগলি, বাঁকুড়া, দুই চব্বিশ পরগণায় ভালো বৃষ্টিপাত হয়েছে৷ বাঁকুড়া ও বিষ্ণুপুরের মাঝখানে এবং উত্তর চব্বিশ পরগণার হাবড়া এলাকা৷ কলকাতার আকাশে ১৩ কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে৷ এই উচ্চতায় মেঘের জন্য বারবার বজ্রপাত হয়েছে৷ তবে বৃহস্পতিবারের শহরবাসীর প্রাপ্তি ছিল শিলাবৃষ্টি৷ এদিন দক্ষিণ কলকাতার যাদবপুর, কুদঘাট ইত্যাদি জায়গায় শহরে বেশ কয়েক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে৷ দীর্ঘদিন পরে কলকাতায় শিল পড়তে দেখা গেল৷

আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে৷ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝো‌ে.ড়া হাওয়া বইবে৷ রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ তবে আগামী সপ্তাহেও তাপপ্রবাহের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর৷ জলীয় বাষ্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রা যথেষ্ট কম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷