• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির রাজ্য গুজরাটে ছাপ্পা ভোট দিয়ে গ্রেপ্তার দুই বিজেপি কর্মী

আহমেদাবাদ, ৯ মে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ছাপ্পা ভোট দিয়ে গ্রেপ্তার দুই বিজেপি কর্মী। ওই দুই অভিযুক্ত মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দেন বলে অভিযোগ। এই ঘটনার লাইভ ফেসবুকে দেখতে পাওয়া যায় ।পরে ওই ভিডিও সোশাল মিডিয়ায়  ভাইরাল হয়। বুধবার অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী

Gujarat poll phase-2: PM Modi casts his vote in Ahmedabad.(photo:Twitter)

আহমেদাবাদ, ৯ মে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ছাপ্পা ভোট দিয়ে গ্রেপ্তার দুই বিজেপি কর্মী। ওই দুই অভিযুক্ত মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দেন বলে অভিযোগ। এই ঘটনার লাইভ ফেসবুকে দেখতে পাওয়া যায় ।পরে ওই ভিডিও সোশাল মিডিয়ায়  ভাইরাল হয়। বুধবার অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। ফলে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।

 
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল। ভাইরাল ভিডিওটি সন্ত্রামপুরের গোথিব তালুকের। সব জায়গাতেই তাঁরা জাল ভোট দিয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতারা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিজয় ভাভোর নামে যুবক প্রথমপুরে একটি বুথের মধ্যে ভোটদানের জন্য ঘেরা জায়গায় ঢুকে পড়েছেন। ভোটকর্মীদের নিষেধ উপেক্ষা করেই তিনি  নিজের কাজ সারেন। ভাভোরকে বলতে শোনা যায়, ‘দশ মিনিট সময় দিন আমাদের। সকাল থেকেই তো ভোট চলছে। ঠিক মতো কাজ হচ্ছে না। একমাত্র বিজেপিই পারে চালাতে… আমাদের বাবার মেশিন’ – ইত্যাদি।  নিজে ‘জাল’ ভোট দেওয়ার পাশাপাশি বুথে উপস্থিত ভোটারদেরও পদ্মচিহ্ন ছাপ দিতে উৎসাহিত করতে থাকেন ভাভোর।সব ধরা পড়ে ভাইরাল হওয়া ভিডিওতে। বিজয়ের সঙ্গী ছিলেন মনোজ মগন। কংগ্রেসের কয়েকজন পোলিং এজেন্ট দুজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। ছাপ্পা ভোট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগও এনেছেন তাঁরা। এক ভোটকর্মী মহম্মদ পাঠান অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
 
মাহিসনগরের জেলা পুলিশকর্তা জয়দীপ সিং জাদেজা জানান, আইন মেনে অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোসি বিজেপির উদ্দেশে তোপ দাগেন। তাঁর অভিযোগ, ভোটারদের হুমকি দিয়ে ভোটদানে বাধা দিচ্ছে বিজেপি।