ইসলামাবাদ, ৯ মে – অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় নিহত হল ৭ জন শ্রমিক। পাকিস্তানের গদর বন্দরের কাছে এই ঘটনা ঘটে। একে জঙ্গি হামলা বলে দাবি করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। হামলার তীব্র নিন্দা করে তিনি বলেছেন, কোনও দোষীকে ছাড়া হবে না।
পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বালুচিস্তান প্রদেশের গদর বন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে। সেখানকার একটি আবাসিক কোয়ার্টারে শ্রমিকরা বিশ্রাম করছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ৭ জনকে গদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। গুলির আঘাতে ওপর একজন গুরুতর জখম হন। জানা গেছে, নিহত শ্রমিকরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন। সেখানকার সুর বন্দর এলাকার একটি দোকানে নাপিতের কাজ করতেন।