নিজস্ব প্রতিনিধি— আগামী ১২ মে বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলের পেপার মিলের মাঠে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ বারাকপুর লোকসভা আসনের গেরুয়া প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সভা করার কথা তাঁর৷ কিন্ত্ত প্রধানমন্ত্রীর সভার আগেই ট্রাক্টর দিয়ে খোঁড়া হল ওই মাঠের মাটি৷ যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে৷ প্রধানমন্ত্রীর সভাস্থলের মাটি খোঁড়ার ঘটনায় শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি৷ আগামী ২০ মে, পঞ্চম দফায় ভোট গ্রহণ বারাকপুর কেন্দ্রে৷
উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার অন্তর্গত এই মাঠ৷ ঘটনাচক্রে ভাটপাড়া পুরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত৷ তাই স্বাভাবিকভাবেই ঘটনায় তৃণমূলের যোগ রয়েছ বলে দাবি করেন অর্জুন সিংহ৷ সকালে মাঠ খোঁড়া হচ্ছে খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যান অর্জুন সিংহ৷ পুরসভার কাজে ক্ষুব্ধ অর্জুন বলেন, ‘‘তৃণমূল ইচ্ছে করে পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে চাইছে৷ মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন৷’’ ব্যক্তিগত জমি অনুমতি ছাড়া খুঁড়ে ফেলায় জমির মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি৷ পাশাপাশি, বিজেপি প্রার্থী আরও সংযোজন, ‘‘এতে প্রধানমন্ত্রীর জনসভা আটকে থাকবে না৷ তৃণমূলের মদতে ভাটপাড়া পুরসভা বেআইনি কাজ করছে৷’’ পাশাপাশি, এবার থেকে মাঠের নিরাপত্তার দায়িত্ব তাঁরাই সামলাবেন বলেও জানান তৃণমূলত্যাগী অর্জুন সিংহ৷
তবে অভিযোগ অস্বীকার করে অর্জুন সিংহকে পাল্টা জবাব দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম৷ তাঁর দাবি, ‘‘ওই মাঠে প্রধানমন্ত্রীর সভা হবে সেই রকম কোনও খবর সরকারিভাবে আমাদের কাছে নেই৷’’ পাশাপাশি, জগদ্দলের পেপার মিলের ওই মাঠে সৌন্দর্যায়নের কাজ চলছে বলেও জানান তিনি৷ একই সঙ্গে ওই এলাকার আরও কয়েকটি মাঠে সৌন্দর্যায়নের কাজ চলছে বলেও দাবি করেন তৃণমূল বিধায়ক৷ বিধায়কের আরও সংযোজন, ‘‘অর্জুন সিংহ বারাকপুরের সাংসদ থাকার সময় সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে৷ উনি শুধু নিজের মতো করে ভাবেন৷’’ তাছাড়া, বন্ধ কারখানার যন্ত্রাংশ অর্জুন সিংহ এবং তাঁর অত্মীয়রা বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি৷