• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

আজ সিসিটিভি ফুটেজ দেখাবেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধিন—  যে অভিযোগ ঘিরে সর্বভারতীয় মহল সরগরম, সেই ইসু্যতে এবার জনতার আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তাঁর বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল৷ বুধবার রাজভবন জানায়, ‘ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে৷

নিজস্ব প্রতিনিধিন—  যে অভিযোগ ঘিরে সর্বভারতীয় মহল সরগরম, সেই ইসু্যতে এবার জনতার আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তাঁর বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল৷ বুধবার রাজভবন জানায়, ‘ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে৷ তবে সবার জন্য নয়৷ রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যেকোনও নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারলেও পারবেন না দু’পক্ষ— এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তাঁর পুলিশ৷’

এদিন রাজ ভবনের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণা প্রকাশ করা হয়েছে৷ তাতে জানানো হয়েছেন একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলার যেকোনও প্রান্তের যে কোনও ইচ্ছুক নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারেন৷ ওই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং রাজ্যপাল বোসই৷ অনুষ্ঠানের নাম ‘সচ কা সামনে’ যাঁর বাংলা তর্জমা ‘সত্যের মুখোমুখি হওয়া’৷ রাজ ভবনের তরফে ওই ঘোষণায় বলা হয়েছেন এই ফুটেজ দেখানোর সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছেন যাতে এমনটা না মনে হয় যেন রাজ ভবন ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে চাইছে না৷ কিন্ত্ত রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে ওঠা ‘অসত্য’ অভিযোগ নিয়ে রাজনীতিবিদ মমতা এবং তাঁর পুলিশ যে অবস্থান নিয়েছেনন তাতে তাঁদের ওই ফুটেজ দেখানো হবে না৷ রাজভবনের তরফে জানানো হয়েছেন যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চানন তাঁরা রাজভবনে ইমেল পাঠাতে পারেন৷

[email protected] এবং [email protected] -এ৷ অথবা রাজভবনের নম্বর ০৩৩-২২০০১৬৪১-এ ফোন করেও নাম নথিভুক্ত করাতে পারেন৷ প্রথম ১০০ জন রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ পাবেন৷ বৃহস্পতিবার সকাল সাডে় ১১টায় রাজভবনে দেখানো হবে ওই সিসিটিভি ফুটেজ৷