• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শিল্প শহরে ভোট প্রচারে এসে, বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি শাহর

নিজস্ব প্রতিনিধি— তৃতীয় দফার নির্বাচনের প্রাক্কালে ফের বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সোমের জোড়া কর্মসূচিতে যোগ দিতে রবির রাতেই কলকাতায় এসে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রথমেই ‘মহুয়া গড়’ এ উপস্থিত হয়েছিলেন শাহ৷ এদিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ৷ তারপরই পাড়ি দেন দুর্গাপুর, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি— তৃতীয় দফার নির্বাচনের প্রাক্কালে ফের বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সোমের জোড়া কর্মসূচিতে যোগ দিতে রবির রাতেই কলকাতায় এসে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রথমেই ‘মহুয়া গড়’ এ উপস্থিত হয়েছিলেন শাহ৷ এদিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ৷ তারপরই পাড়ি দেন দুর্গাপুর, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে করেন জনসভা৷ ভোট প্রচারে এসে বাংলায় দুষ্কৃতীরাজের অভিযোগ তুলে ফের গুন্ডাদের উলটো ঝোলানোর নিদান অমিত শাহের৷ পাশাপাশি, শিল্প শহর দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার বন্ধ কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি শাহের মুখে৷ তবে শর্ত একটাই, দিলীপ ঘোষকে জয়ী করতে হবে৷ একঝাঁক প্রতিশ্রুতি দিয়ে শাহ বলেন, “আমি আপনাদের মোদির গ্যারান্টি দিচ্ছি৷ এই কেন্দ্রে দিলীপদাকে জিতিয়ে দিন বর্ধমান ও দুর্গাপুরে যে সব কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে তা চালু করে দেব আমরা৷ দুর্গাপুরে স্টিল ও ইউরিয়া প্লান্টে আরও বিপুল বিনিয়োগ করে এই শিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ ” এরপরই সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে গর্জে ওঠেন শাহ৷ তিনি বলেন, “এখানকার শ্রমিকদের উপর তৃণমূলের গুন্ডারাজ চলে৷ শ্রমিকদের তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তোলাবাজি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা৷ আর সেই টাকা চলে যায় ভাইপোর কাছে৷ এখানে একবার আমাদের জিতিয়ে দিন, আমি কথা দিচ্ছি এই সব গুন্ডাদের উলটো ঝুলিয়ে সোজা করব আমরা৷ ” সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শাহ বলেন, “দিদি গত ১৫ দিন ধরে এখানে আছেন বিজেপিকে হারাতে৷ দিদি আপনাকে চ্যালেঞ্জ করছি ৫ বছর এখানে থাকলেও আমাদের হারাতে পারবেন না৷ এখানে অপরাধের প্লান্ট খুলেছেন দিদি৷ ” ইন্ডিয়া জোট ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে, বিরোধী দলগুলিকে তুলোধনা করে এমনই অভিযোগ করলেন শাহ৷ ওঁনার আরও সংযোজন, “নরেন্দ্র দি তেইশ বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী আছেন, ওঁনার বিরুদ্ধে পঁচিশ পয়সার দুর্নীতিরও কোনো অভিযোগ নেই৷ ”

সন্দেশখালি কাণ্ডের জল গড়িয়েছে অনেক দূর৷ ভাইরাল হওয়া ভিডিও এর ভিত্তিতে রাজ্যের শাসকদল এই ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করলেও পদ্মশিবিরের ভাষায়, ভিডিওটি ‘ডিপফেক’৷ বাংলায় এসে এবার এই প্রসঙ্গেই সুর চড়ালেন শাহ৷ তবে ওঁনার বক্তৃতায় রইলো না ভাইরাল ভিডিও এর উল্লেখ৷

সন্দেশথালিকাণ্ড নিয়ে পুরনো মেজাজেই তৃণমূলকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা বোনেদের উপর অত্যাচার করেছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দোষীদের ধরেন না৷ হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে৷ শাহজাহানের মতো নেতাদের জেলে পাঠানো উচিত কি উচিত না? মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে৷ যাঁরা অত্যাচার করেছেন, তাঁদের পাতাল থেকেও খুঁজে বার করে সাজা দেওয়া হবে৷ ” মহুয়া গড়ে দাঁড়িয়েও এ প্রসঙ্গে শাহ দুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই৷ তিনি বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এতদিন ধরে সন্দেশখালিতে যেসব নেতারা মহিলাদের উপর নির্যাতন করছিল, তাঁদের গ্রেপ্তার করেননি কেন? আপনার দলের নেতারাই দুরাচার করছিলেন৷ আপনি কি শাহজাহানকে নির্দোষ মনে করেন? কেন হাইকোর্টকে এ বিষয়ে নির্দেশ দিতে হল?” এরপরই তিনি রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে৷ মহুয়াদিদি তো নিজেই ফেঁসে গিয়েছেন৷ এবার এখান থেকে রানিসাহেবাই জিতবেন৷ ”

রোডশো থেকে দুর্নীতি, অনুপ্রবেশ ও কাটমানি ইসু্যতে রাজ্যের শাসক দলকে বিঁধলেন তিনি৷ অমিত শাহ বলেন, “দুর্নীতি খুব বড় ইসু্য৷ এখান থেকে ৫১ কোটি উদ্ধার হয়েছে৷ এত টাকা কোথা থেকে এল? এটা বাংলার মানুষের পয়সা৷ ” পাশাপাশি বাংলার ভোট ফলাফল নিয়েও প্রত্যয়ের সুর শোনা গেল ওঁনার কণ্ঠে৷ “৩০-এর বেশি আসনে আমরা জয়ী হব৷ ৩৫টি আসনে জয়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে”, বঙ্গে এসে আত্মবিশ্বাসী শাহ৷ গোটা দেশে নির্বাচনের সময় একমাত্র বাংলাতেই হিংসার ঘটনা ঘটে, এই অভিযোগ বিজেপির পুরোনো৷ এবার কৃষ্ণনগর থেকে পরোক্ষ ভাবে ‘তৃণমূল গুন্ডাদের’ সংযত থাকার বার্তা দিলেন শাহ৷ তিনি বলেন, “নির্বাচন কমিশন ভোটে নিরাপত্তার কড়া ব্যবস্থা করেছে৷ আপনারা নির্ভয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দিন৷ মমতা দির গুন্ডারা কিছুই করতে পারবে না৷ আমি আপনাদের আশ্বস্ত করছি৷ ”
অনুপ্রবেশকারীরাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ভোটব্যাঙ্ক, দাবি করলেন শাহের৷ পাশাপাশি হিন্দুত্বের হাওয়া তুলতেও ভোলেন নি অমিত শাহ৷ রামমন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৃণমূল এবং কংগ্রেস দল রামমন্দির তৈরির পথে বাধা দিচ্ছিল৷ প্রাণপ্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্ত্ত ওঁনারা জাননি৷ ভোটব্যাঙ্কের ভয়ে যাননি৷ ভোটব্যাঙ্কের ভয়ে রামকে বহিষ্কার করেছে তৃণমূল৷ ” বাম, কংগ্রেস এবং তৃণমূলের মতো দল কাশ্মীরের ৩৭০ ধারা রেখে দিয়েছিল৷ আর সেই কারণেই সেখানে সন্ত্রাসবাদীদের রমরমা বৃদ্ধি পেয়েছিল, মন্তব্য শাহের৷ এই প্রসঙ্গেই তিনি বিঁধেছেন রাহুল গান্ধীকেও৷ এদিন সিএএ এর পক্ষে আওয়াজ তুলে শাহ দৃঢ় কণ্ঠে বলেন, “যত খুশি বিরোধ করে ফেলুক তৃণমূল, হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া থেকে কেউ রুখতে পারবে না৷ ” ভোট পরবর্তী হিংসা নিয়েও এদিন তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷