নিউ ইয়র্ক, ৬ মে– মহাকাশ অভিযানে তার নামে রয়েছে বেশ কয়েকটি রেকর্ড৷ ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ইউলিয়ামস এবার ফের মহাকাশ পাড়ির পথে৷ ৫৯ বছর বয়সে আবারও ইতিহাস তৈরি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস৷ এর আগে ২০০৬ ও ২০১২-তে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি৷ সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ ৭ মে, মঙ্গলবার আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাকে নিয়ে একেবারে নতুন এক মহাকাশযান ‘বোয়িং স্টারলাইনারে’ উড়বে মহাকাশযান৷
এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন গণেশ মূর্তি৷ এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, গণেশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন তিনি৷ তাই এবার তিনি মূর্তি নিয়ে যাচ্ছে মহাকাশে৷ এর আগে ভগবৎ গীতাও নিয়ে গিয়েছিলেন তিনি৷
নতুন মহাকাশযানে ওড়ার অভিজ্ঞতা তাঁর নেই, তবে তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনার স্পেস সেন্টার যেন তাঁর কাছে বাডি় ফেরার মতো৷ তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে৷ এর আগে তিনি জানিয়েছিলেন, মহাকাশে বসে সিঙাড়া খেতে পছন্দ করেন তিনি৷
সর্বাধিক স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে সুনীতা ইউলিয়ামসের ঝুলিতে৷ সব মিলিয়ে তিনি ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করেছেন৷ এবার অভিযানে সুনীতার সঙ্গী হচ্ছেন ৬১ বছরের মহাকাশচারী ব্যারি ইউজিনি৷