• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গোলবাজারে বিড়ম্বনায় জুন মালিয়া

অভিষেক রায়, খড়গপুর, ৪ মে— শুক্রবার সন্ধেবেলা খড়গপুরের গোলবাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী প্রচার করছিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া৷ রেলবাজারের ব্যবসায়ীরা বাজারের দুরাবস্থা নিয়ে তৃণমূল প্রার্থীকে একের পর এক অভিযোগ জানান৷ তারা বলেন, রেল কর্তৃপক্ষকে বারংবার অভিযোগ জানিয়েও বিদু্যতের সংযোগ, পানীয় জল, শৌচাগার, বাজার করতে আসা ক্রেতাদের গাডি়র পার্কিং সহ নানা সমস্যার কোন

অভিষেক রায়, খড়গপুর, ৪ মে— শুক্রবার সন্ধেবেলা খড়গপুরের গোলবাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী প্রচার করছিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া৷ রেলবাজারের ব্যবসায়ীরা বাজারের দুরাবস্থা নিয়ে তৃণমূল প্রার্থীকে একের পর এক অভিযোগ জানান৷ তারা বলেন, রেল কর্তৃপক্ষকে বারংবার অভিযোগ জানিয়েও বিদু্যতের সংযোগ, পানীয় জল, শৌচাগার, বাজার করতে আসা ক্রেতাদের গাডি়র পার্কিং সহ নানা সমস্যার কোন সমাধান হয়নি৷ কোন ব্যবসায়ী তাদের দোকানের মাথায় রেলের বাধায় পাকা ছাদ তৈরি করতে পারেন না৷ ফলে এসবেসটাসের ছাদ ভেঙে চুরির ঘটনাও রুটিন মাফিক ব্যাপার৷ ব্যবসায়ীরা জুনকে জানান নির্বাচন এলে প্রচারে রেল মন্ত্রীরাও আসেন৷ ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হন৷ আশ্বাস দেন৷ কিন্ত্ত নির্বাচন চলে গেলে অবস্থা আবার যে কে সেই৷

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর ভান্ডারীচকে এক পথ সভায় জুন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, উনি এমএলএ ছিলেন৷ সাংসদ হয়েছিলেন৷ বহু চা চক্র করেছেন৷ কিন্ত্ত খড়গপুরের ব্যবসায়ীদের কথা কখনোই সংসদে তোলেননি৷ রেলের রাস্তা, জল, নিকাশি, শৌচাগারের দূরাবস্থা নিয়ে প্রশ্ন করেননি৷

মঞ্চ থেকে নেমেই বিড়ম্বনায় পড়তে হয় জুন মালিয়াকে৷ তাকে প্রশ্ন করা হয় আপনি রেলের জলের সমস্যার কথা বলছেন অথচ খড়গপুর পুর এলাকায় একাধিক ওয়ার্ডে দিনের পর দিন জলের কলে জল আসছে না৷ জুন বলেন, আমার কানেও কথাটা এসেছে৷ আমি কল্যাণীদিকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে৷