• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে আর্সেনাল

দিন শেষে শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের৷ আর্সেনাল জয় না পেলে আর রাতের ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলে শীর্ষে উঠত পেপ গার্দিওলার দল, সেটিও এক ম্যাচ কম খেলে৷ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয় নিয়েই মাঠে ছেড়েছে আর্সেনাল৷ বুকায়ো সাকা, লিওনার্দো ত্রোসার ও ডেকলান রাইসের গোলে তারা বোর্নমাউথকে হারিয়েছে ৩-০ গোলে৷

দিন শেষে শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের৷ আর্সেনাল জয় না পেলে আর রাতের ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলে শীর্ষে উঠত পেপ গার্দিওলার দল, সেটিও এক ম্যাচ কম খেলে৷
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয় নিয়েই মাঠে ছেড়েছে আর্সেনাল৷ বুকায়ো সাকা, লিওনার্দো ত্রোসার ও ডেকলান রাইসের গোলে তারা বোর্নমাউথকে হারিয়েছে ৩-০ গোলে৷ অর্থাৎ, রাতে সিটি জিতলেও এই রাউন্ড শেষে আর্সেনালই শীর্ষে থাকছে৷

ম্যাচের প্রথমার্ধে পুরোটাই ছিল আর্সেনালের দাপট৷ দাপট ছিল এতটাই যে ম্যাচের প্রথম ২৫ মিনিটেই বোর্নমাউথের গোলমুখে ১২টি শট নেন বুকায়ো সাকারা৷ তবে কাঙ্ক্ষিত গোলটি আসছিল না৷ সেটাই শেষ পর্যন্ত আসে ম্যাচের ৪৫ মিনিটে পাওয়া পেনাল্টিতে৷ কাই হাভার্টজের আদায় করা পেনাল্টিতে ঠান্ডা মাথায় গোল করেন সাকা৷

এবারের লিগে এটি সাকার ১৬তম গোল৷ সব মিলিয়ে ২০তম৷ আর্সেনালের হয়ে ১৯৮৬-৮৭ মৌসুমে মার্টিন হেইসের (২১ বছর ৩০ দিন) পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়েছেন সাকা (২২ বছর ২৪২ দিন)৷ দ্বিতীয়ার্ধের শুরুটা হয় আর্সেনালের সুযোগ নষ্টের মধ্যে দিয়ে৷ ৪৮ মিনিটে সাকা আর ৫১ মিনিটে হাভার্টজের দুর্বল শট বোর্নমাউথ গোলকিপার মার্ক ট্র্যাভার্সকে পরাস্ত করতে পারেনি৷ ৫২ মিনিটে সুযোগ পায় বোর্নমাউথের ডমিনিক সোলাঙ্কি৷ তবে দাভিদ রায়ার সৌজন্যে বেঁচে যায় আর্সেনাল৷ এরপর বোর্নমাউথের একের পর আক্রমণে এগিয়ে থেকেও চাপে পড়ে আর্সেনাল৷ তবে ত্রোসারের গোলে আর্সেনাল শিবিরে ফেরে স্বস্তি৷ ম্যাচের ৭০ মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন ত্রোসার৷ যা চলতি মৌসুমে আর্সেনালের হয়ে ত্রোসারের ১৬তম গোল, লিগে ১১তম৷

গোল পেয়েছিল বোর্নমাউথও৷ ম্যাচের ৭৩ মিনিটে আঁতোয়ান সেমেনিও গোল করেন৷ তবে সেই আক্রমণে সোলাঙ্কি আর্সেনাল গোলরক্ষক রায়াকে ফাউল করলে গোলটি বাতিল হয়৷ এরপর গ্যাব্রিয়েল মাগালাইস গোল করলেও গ্যাব্রিয়েল জেসুস অফসাইড থাকার কারণে সেটি বাতিল হয়৷ ম্যাচের শেষ গোলটি আর্সেনাল করে ম্যাচের ৯৭ মিনিটে৷ পুরো ম্যাচে দুর্দান্ত খেলা রাইস দলের ব্যবধান বাড়ান৷ ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৮৩৷ ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭৯৷