• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বুদ্ধদেবের ‘স্বচ্ছ’ ইমেজ তুলে ধরলো বঙ্গ সিপিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিজস্ব প্রতিনিধি— ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে৷ ৩৪ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট পরাজিত হয়৷ সেই থেকে সিপিএমের রক্ষক্ষরণ অব্যাহত রয়েছে বাংলার বুকে৷ জ্যোতি বসু পরবর্তী ‘মুখ’ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য হলেন সিপিএমের শেষ ঠিকানা৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ গত বছর হাসপাতালে চিকিৎসার পরে এখন ঘরেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধবাবু৷

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়

নিজস্ব প্রতিনিধি— ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে৷ ৩৪ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট পরাজিত হয়৷ সেই থেকে সিপিএমের রক্ষক্ষরণ অব্যাহত রয়েছে বাংলার বুকে৷ জ্যোতি বসু পরবর্তী ‘মুখ’ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য হলেন সিপিএমের শেষ ঠিকানা৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ গত বছর হাসপাতালে চিকিৎসার পরে এখন ঘরেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধবাবু৷ খুব বেশি চলাফেরার সক্ষমতা নেই৷ বয়স আশির কাছাকাছি৷ কিন্ত্ত এখনও জনমানসে বুদ্ধবাবুর ভাবমূর্তি স্বচ্ছ, আবেদন বল্গাহীন৷ ভোটের প্রচার থেকে বহু দূরে থাকা বুদ্ধবাবুকে এবার সরাসরি ভোটারদের সামনে হাজির করার অভিনব পন্থা নিল সিপিআই(এম)৷ বিশ্বজুডে় নতুন করে জনপ্রিয় হতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এবার সরাসরি সমাজমাধ্যমে বুদ্ধবাবুর অবয়বকে তুলে ধরা হল দলের তরফে৷ শনিবার সন্ধ্যে নাগাদ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমাজমাধ্যম পোস্টে বুদ্ধবাবুর এআই-অবয়ব সম্বলিত একটি ভিডিও পোস্ট করা হয়৷ তাতে দেখা যায়, স্বভাবসিদ্ধ ধুতি-পাঞ্জাবিতে মন্দ্র কণ্ঠে বুদ্ধবাবুর অবয়ব বলছে, ‘সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই৷ রাজ্যে কর্মসংস্থান নেই৷ মহিলাদের সম্মান নেই৷ দূর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা৷ আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম৷ আমরা বলেছিলাম, শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট-ছোট ছেলেমেয়েদের চাকরি হবে৷ ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি৷ দূর্নীতিগ্রস্থ বিজেপি৷ নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেক্টোরাল বন্ডের মত দূর্নীতি৷ জিনিসপত্রের দাম বাড়ছে৷ সঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি, আর.এস.এস৷’ ভিডিওটিতে বুদ্ধবাবুর নকল কণ্ঠস্বরের পাশাপাশি পিছনে আবহসঙ্গীতও ব্যবহার করা হয়েছে৷ দেওয়া হয়েছে সাম্প্রতিক হলিউডি ব্লকবাস্টার ছবি ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ থেকে নেওয়া একটি যন্ত্রসঙ্গীত৷ গত বছরের অগস্টে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেব৷ চিকিৎসকদের তৎপরতায় ও যত্নে কোনও বড়সড় ঝুঁকি ছাড়াই তাঁকে খানিক সুস্থ করে বাডি় আনা হয়৷ এখনও পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দু-কামরার ফ্ল্যাটেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বিন্দুমাত্র আড়ম্বর পছন্দ করেন না৷ নিজের শোবার ঘরে এখনও সঙ্গী তাঁর প্রিয় কিছু বইপত্র৷ অসুস্থতা ও দৃষ্টিশক্তির ক্ষীণতায় নিজে বেশিক্ষণ পড়তে পারেন না, কিন্ত্ত নিয়মিত তাঁকে খবরের কাগজ বা নানা বইপত্র পডে় শোনান স্ত্রী মীরা ভট্টাচার্য৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বুদ্ধবাবুর বাডি়তে গিয়ে দেখা করেছিলেন বর্তমান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ কিন্ত্ত সক্রিয় রাজনীতিতে আর কখনও দেখা যায়নি বুদ্ধবাবুকে৷