• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি থেমে থাকব না : চন্দ্রিমা

নিজস্ব প্রতিনিধি— ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত থেকে হলেও, দুদিন কাটতে না কাটতেই তার জল গড়িয়েছে বহু দূর৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি৷ এর মধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন৷ এবার এই নিষেধাজ্ঞা নিয়েই মুখ খুললেন চন্দ্রিমা৷ গর্জে উঠে তিনি জবাব

নিজস্ব প্রতিনিধি— ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত থেকে হলেও, দুদিন কাটতে না কাটতেই তার জল গড়িয়েছে বহু দূর৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি৷ এর মধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন৷ এবার এই নিষেধাজ্ঞা নিয়েই মুখ খুললেন চন্দ্রিমা৷ গর্জে উঠে তিনি জবাব দিলেন৷ তাঁর ভাষায়, ‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই৷ আমাকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই৷’ রাজ্যপালের আইনি পদক্ষেপের হুঁশিয়ারির পালটা দিয়ে তিনি বলেন, ‘আমি আইনকানুন বুঝি৷ উনি যা পদক্ষেপ করার করুন৷ আমিও থেমে থাকব না৷’

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সরব হয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা৷ সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি৷ তার প্রেক্ষিতে রাজভবনের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে৷ কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না৷’ এমনকি, চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল৷ বিবৃতি অনুযায়ী, চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল৷ সংবাদমাধ্যমে একটি বিবৃতিতে চন্দ্রিমা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে এসে রাজভবনে রাত্রিবাস করবেন৷ তার আগে রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক মহিলা৷ নারী নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ এ কী ধরনের ঘটনা ঘটছে! যে রাজ্যপাল বলেন, তিনি পিসরুম খুলে সকলের অভিযোগ শুনবেন এবং তার নিষ্পত্তি করবেন৷ সেই পিসরুম কি আসলে নারী সম্মানের পিস হাভেন হয়ে গিয়েছে? যেখানে বার বার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন, সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন৷ এ কী ঘটছে বাংলার মাটিতে! যে মাটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভাবে ঐতিহ্যশালী৷ ছিঃ!’

এরপরই চন্দ্রিমার এই মন্তব্যকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করে উক্ত বিবৃতি পেশ করেন রাজ্যপাল৷ তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন রাজ্যপাল৷ তবে, কেবল রাজ্যের অর্থমন্ত্রীকে নয় রাজভবন চত্বরে পুলিশের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন৷ এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই তৃণমূলের তরফে এক প্রতিবাদ কর্মসূচির কথাও জানিয়েছিলেন চন্দ্রিমা৷ শুক্রের বিকেলে তৃণমূলের মহিলা মোর্চার রাজ্যপালের বিরুদ্ধে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা৷