অতি পছন্দের কাসপাভের খোঁচা রাহুলকে
দিল্লি, ৪ মে– একে দাবা ও রাজনীতির এক সংমিশ্রণও বলা যায়৷ একদিকে কংগ্রেসের প্রাক্তন মহাসচিব রাহুল গান্ধি যিনি নিজেকে সমস্ত ভারতীয় রাজনীতিকের মধ্যে সেরা দাবা খেলোয়াডে়র স্বীকৃতি দিয়েছেন৷ অন্যদিকে গোটা বিশ্বে সেরা দাবাড়ু হিসেবে স্বীকৃতি পাওয়া গ্যারি কাসপারভ৷ রাশিয়ার দাবাড়ু গ্যারি অবশ্য রাহুলের সবচেয়ে পছন্দের দাবাড়ু৷ সেই গ্যারি কাসপারভ এবার রাহুলের রায়বরেলি থেকে প্রার্থী হওয়ায় খোঁচা দিতে ছাড়েননি৷ ‘প্রথমে রায়বরেলিতে জিততে হবে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ করার আগে৷’ গ্যারির এই মন্তব্য ঘিরে বিতর্ক এখন ভাইরাল৷ তার মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই পরে অবশ্য গ্রান্ডমাস্টার আরেকটি পোস্ট করে বলেন, “আশা করি আমার মজাকে ভারতীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান বলে গণ্য করা হবে না৷ কিন্ত্ত ১০০০ চোখের রাক্ষস হিসাবে, যে নামে আমায় ডাকা হত, আমি কোনও রাজনীতিবিদকে আমার পছন্দের খেলায় ব্যর্থ হতে দেখতে পারি না৷’
তবে সেই সঙ্গে ‘কটাক্ষ’ করতে ভোলেননি কিংবদন্তি৷ তিনি লিখছেন, কোনও রাজনীতিককে তাঁর প্রিয় খেলা নিয়ে খোঁচা দিতে দেখতে চান না৷
গ্যারির মন্তব্য এসেছে শুক্রবার অভিনেতা রণবীর সোরের একটি ভিডিও পোস্টের পর৷ রাহুল গান্ধির রায়বেরেলি থেকে মনোনয়ন জমা দিতেই তাঁকে নিয়ে মজা করে অভিনেতা রাহুল গান্ধিরই একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে রাহুলের হাত থেকে ফোন পডে় যেতে দেখা যায়৷ এই পোস্টে রাশিয়ান গ্রান্ডমাস্টারকে ট্যাগ করেছিলেন রণবীর সোরে৷ তাঁর ওই পোস্টের জবাবেই কাসপারোভ লেখেন, ‘সেরাদের চ্যালেঞ্জ করার আগে রায়বেরেলি জিতুক’৷
তবে কাসপারভ রাহুলের অত্যন্ত পছন্দের দাবাড়ু৷ তিনি তাঁকে নিজের ‘প্রিয় দাবাড়ু’ বলে বর্ণনাও করেছেন৷ জানিয়েছিলেন, কাসপারভ যেভাবে প্রতিপক্ষকে চাপে ফেলেন তা দারুণ কার্যকরী৷ কিন্ত্ত এবার সেই ‘প্রিয় দাবাড়ুর’ কটাক্ষের মুখেই পড়তে হল শুক্রবার রায়বরেলিতে মনোনয়ন জমা দেওয়া কংগ্রেস নেতাকে৷
জানা যাচ্ছে, সম্প্রতি এক্স হ্যান্ডলে কংগ্রেস একটি ভিডিও শেয়ার করেছিল৷ সেই ভিডিওয় রাহুলকে মোবাইলে দাবা খেলতে দেখা গিয়েছে৷ সেই ভিডিওয় এক ইউজার মন্তব্য করেন, ‘ভাবতে ভালো লাগছে কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ আগেই অবসর নিয়েছেন এবং আমাদের সময়ের গ্রেটেস্ট দাবা চ্যাম্পিয়নের মুখে পড়তে হল না৷’