• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কিমের মন ভরাতে ২৫ কিশোরীর ‘প্লেজার স্কোয়াড’ প্রতি বছর

পিওংগং, ৩ মে– উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের কীর্তির শেষ নেই৷ তাকে নিয়ে খবরেরও শেষ নেই৷ কখনও দেশের উচ্চপদস্থ কর্তাকে কুকুরকে খাওয়ানো তো কখনও নিজের আত্মীয়-স্বজনকেই ফাঁসি প্রদান৷ সবেত‌েই তিনি ভয়ঙ্কর৷ সেই একনায়ক শাসক কিম জং-কে নিয়ে এবার নতুন খবর প্লেজার স্কোয়াড নিয়ে৷ উত্তর কোরিয়া লাগাতার তার অদ্ভুত নিয়ম-নীতি নিয়ে আলোচনায় থাকে৷ সে সরকারের

পিওংগং, ৩ মে– উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের কীর্তির শেষ নেই৷ তাকে নিয়ে খবরেরও শেষ নেই৷ কখনও দেশের উচ্চপদস্থ কর্তাকে কুকুরকে খাওয়ানো তো কখনও নিজের আত্মীয়-স্বজনকেই ফাঁসি প্রদান৷ সবেত‌েই তিনি ভয়ঙ্কর৷ সেই একনায়ক শাসক কিম জং-কে নিয়ে এবার নতুন খবর প্লেজার স্কোয়াড নিয়ে৷
উত্তর কোরিয়া লাগাতার তার অদ্ভুত নিয়ম-নীতি নিয়ে আলোচনায় থাকে৷ সে সরকারের কোনও নিয়ম না মানলেই মৃতু্যদণ্ড বা তিন প্রজন্ম অবধি সাজা দেওয়ার বিধান হোক না কেন৷ এবার কিম জং উনের এমন এক শখের কথা জানা গেল যেখানে তার নিজের যৌন তৃপ্তির জন্য প্রতি বছর জলাঞ্জলি দেওয়া হয় ২৫ কুমারী মেয়ের জীবন৷
জানা গেল কিমের রয়েছে ‘প্লেজার স্কোয়াড’৷ সেই স্কোয়াডের অংশ ২৫ জন কুমারী মেয়ে৷ তাদের দিয়েই মন ও শরীরের চাহিদা মেটান কিম৷ ২৫ বছর পার করলেই তারা বাতিলের তালিকায় চলে যায়৷ কিমের মন ভরে গেলে সেই সুন্দরীদের অনেক সময় কিম বা অন্যান্য জেনারেলদের দেহরক্ষীর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়৷ ঘটনাটি সামনে আসে ইয়োনমি পার্ক নামক এক যুবতী যখন উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসে কিমের রহস্য ফাঁস করে দেন৷ ওই যুবতীর দাবি, ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য প্রতি বছর ২৫ জন করে কিশোরীকে বেছে নেন কিম জং উন৷ বাছাইয়ের ক্ষেত্রে অন্যতম শর্ত থাকে, তাদের সকলকে ‘ভার্জিন’ বা কুমারী হতেই হবে৷  এরপরে তাঁদের রূপ বিচার করা হয়৷ পরিবার কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তাও বাছাই করা হয়৷ইয়োনমির দাবি, কিমের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য দু’বার তাঁকে বাছাই করা হয়েছিল৷ কিন্ত্ত পরিবারের সামাজিক অবস্থানের কারণে শেষ অবধি তাঁকে প্লেজার স্কোয়াডের অংশ করা হয়নি৷
কিম জং উনের অধীনস্থ কর্মীরা প্রতিটি স্কুলের ক্লাসরুমে যায় এবং সেখান থেকে সৌন্দর্যের বিচারে কিশোরীদের বাছাই করেন৷ এমনকী, খেলার মাঠগুলিতে নজরদারি চলে, যাতে কোনও সুন্দরী ‘মিস’ না হয়ে যায়৷ বাছাই করা কিশোরীদের এরপর মেডিক্যাল পরীক্ষা করা হয় তাদের ‘কুমারীত্ব’ অটুট রয়েছে কি না, তা যাচাই করার জন্য৷ যৌনাঙ্গে সামান্যতম দাগ বা কাটাছেড়া থাকলেও, তাদের বাদ দিয়ে দেওয়া হয়৷ যারা শেষ অবধি টিকে থাকে, তাঁদের পিওংগং-এ পাঠানো হয়৷ কিম-কে সন্ত্তষ্ট করার তাদের একমাত্র কাজ হয়৷ বাছাই করা কিশোরীদের মধ্যেও তিনটি ভাগ করা হয়৷ এক দলকে ম্যাসাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, আরেক দল নাচ-গান করার জন্য বাছাই হয়৷ সবথেকে সুন্দরী ও আকর্ষণীয় চেহারার কিশোরীদের কিম জং উন ও তাঁর অতিথিদের যৌন চাহিদা মেটানোর জন্য বাছাই করা হয়৷ যাদের কিম জং উনের জন্য বাছাই করা হয়, তাদের আবার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে তারা প্রশাসককে সবথেকে বেশি যৌন উপভোগ করাতে পারবে, তার জন্য৷