রায়পুর, ৩ মে– শুক্রবার হ্যাট্রিক সফর নিয়ে পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই দিনে বঙ্গে তিন কর্মসূচির পর উড়ে গেলেন ঝাড়খণ্ডে৷ এদিন দুপুরে বীরভুমের বোলপুরে বিজেপির জনসভা সেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডে৷ সেখানেও রয়েছে তাঁর একগুচ্ছ প্রচার কর্মসূচি৷ এদিকে বঙ্গের মতোই ঝাড়খন্ডেও চলছে তাপপ্রবাহ৷ অবশ্য একটু বেশিই তাই ঝাড়খণ্ডে অধিকাংশ বড় রাজনৈতিক কর্মসূচিই এ বার শুরু হচ্ছে সন্ধ্যার পরে৷ তীব্র গরমের কথা মাথায় রেখেই সেখানে শুক্রবার রাত পর্যন্ত প্রচারে অংশ নেন বিজেপির প্রধান মুখ মোদি৷ শুক্রবার বিকেলে জামশেদপুর এবং সিংভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিদু্যৎবরণ মাহাতো এবং গীতা কোড়ার সমর্থনে একটি যৌথ জনসভা করেন প্রধানমন্ত্রীর৷ খুঁটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার সমর্থনেও একটি প্রচার কর্মসূচিতে সন্ধ্যায় যোগ দিতে দেখা যায় তাঁকে৷ এরপর রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী সঞ্জয় শেঠের সমর্থনে একটি রোড-শো রয়েছে প্রধানমন্ত্রীর৷
উল্লেখ্য, বঙ্গ সহ ঝাড়খন্ডে একগুচ্ছ প্রচার কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতেই মোদি কলকাতায় চলে এসেছিলেন৷ রাত কাটিয়েছিলেন রাজভবনে৷ শুক্রবার রাত কাটাবেন রাঁচীর রাজভবনে৷ শনিবার সকালে ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত লোকসভা কেন্দ্র পলামু এবং লোহারডাগা কেন্দ্রে তাঁর প্রচার কর্মসূচি রয়েছে৷