• facebook
  • twitter
Monday, 25 November, 2024

সেবির নোটিশ আদানির ৬ সংস্থাকে

মুম্বই, ৩ মে– ফের আদানি গোষ্ঠীকে নোটিশ সেবির৷ লেনদেনে অস্বচ্ছতা থেকে শুরু করে সেবির নিয়ম লঙ্ঘনের অভিযোগে আদানির ৬ সংস্থাকে নোটিস পাঠাল সেবি৷ বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়, দুটি শোকজ নোটিস পেয়েছে তারা৷ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের ভিত্তিতেই এই নোটিস পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, গত বছর ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে

মুম্বই, ৩ মে– ফের আদানি গোষ্ঠীকে নোটিশ সেবির৷ লেনদেনে অস্বচ্ছতা থেকে শুরু করে সেবির নিয়ম লঙ্ঘনের অভিযোগে আদানির ৬ সংস্থাকে নোটিস পাঠাল সেবি৷ বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়, দুটি শোকজ নোটিস পেয়েছে তারা৷ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের ভিত্তিতেই এই নোটিস পাঠানো হয়েছে৷
উল্লেখ্য, গত বছর ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে নিউ ইয়র্কের হিন্ডেনবার্গ রিসার্চ৷ ১০০ পাতার ওই রিপোর্ট ঘিরে রীতিমতো ঝড় ওঠে জাতীয় রাজনীতিতে৷ এই রিপোর্টের পরই পতন শুরু হয় আদানি গোষ্ঠীর৷ শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়ে শিল্পগোষ্ঠীটি৷ অভিযোগ ওঠার পরই আদানির বিরুদ্ধে সরব হতে দেখা যায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলো৷ অভিযোগ ওঠে মোদি ঘনিষ্ঠ হওয়াতেই নানা সুযোগ-সুবিধা পেয়েছে এই সংস্থা৷ তবে বিরোধীরা আরও জোরালো অভিযোগ শুরু করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানি প্রসঙ্গে নীরব থাকতে দেখা যায়৷ যদিও গেরুয়া শিবিরের দাবি, গোটাটাই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র৷ একই সুর শোনা যায় আদানিদের গলাতেও৷
হিন্ডেনবার্গ রিপোর্টের পরই শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়ানো ও বেআইনি লেনদেনের মতো অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি৷ এবার সেই প্রসঙ্গেই ভারতীয় ধনকুবেরের সংস্থাকে নোটিস পাঠিয়েছে সংস্থাটি৷ আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, তিন ধরনের অভিযোগ ঘিরে তাদের বিরুদ্ধে শোকজ নোটিস দেওয়া হয়েছে৷ বেআইনি লেনদেন, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো ছাড়াও সেবির নিয়ম লঙ্ঘন করেছে ছয় সংস্থা৷ সেই অভিযোগেই শোকজ নোটিস দেওয়া হয়েছে তাদের৷