• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

মাধ্যমিকে কলকাতায় প্রথম কমলা গার্লসের সোমদত্তা

নিজস্ব প্রতিনিধি— মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল প্রতিবারের মতো এবারও জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার৷ মাধ্যমিকে এবার কলকাতা থেকে প্রথম হয়েছে কমলা গার্লস্ স্কুলের সোমদত্তা সামন্ত৷ পুরো পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছে সে৷ সোমদত্তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৪৷ মাধ্যমিকের রেজাল্টে পাশের হারে কলকাতা আছে তিন নম্বরে৷ দীর্ঘ অধ্যাবসায়ের ফল এই রেজাল্ট৷ সোমদত্তার পছন্দের বিষয় অঙ্ক

নিজস্ব প্রতিনিধি— মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল প্রতিবারের মতো এবারও জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার৷ মাধ্যমিকে এবার কলকাতা থেকে প্রথম হয়েছে কমলা গার্লস্ স্কুলের সোমদত্তা সামন্ত৷ পুরো পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছে সে৷ সোমদত্তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৪৷ মাধ্যমিকের রেজাল্টে পাশের হারে কলকাতা আছে তিন নম্বরে৷

দীর্ঘ অধ্যাবসায়ের ফল এই রেজাল্ট৷ সোমদত্তার পছন্দের বিষয় অঙ্ক হলেও ভবিষ্যতে সে অঙ্ক নিয়ে এগোবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় সে৷ আপাতত উচ্চমাধ্যমিক নিয়ে ফোকাস করতে চায় সে৷ বিজ্ঞান নিয়েই এগোনোর ইচ্ছে আছে তার৷ সোমদত্তার কথায়,‘রুটিন ধরে কোনওদিনই পড়িনি৷ মা সবসময় বলত একটা রুটিন কর৷ কিন্ত্ত আমার যখন যেমন ইচ্ছা করত তেমন পড়তে বসতাম৷ তবে রোজের পড়া রোজ শেষ করতাম৷ কখনও কোনও পড়া ফেলে রাখতাম না৷’ সোমদত্তার জীবনে মূল অনুপ্রেরণা কে এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হলে সে জানায় তার জীবনে তার মা-ই তার অনুপ্রেরণা৷ তার মা তাকে কখনও বকতেন না৷ এমনকি কোনওদিন বেশি পড়ার জন্য জোরও করত না তার মা৷ পরীক্ষায় কখনও খারাপ ফল করলেও তার মা তাকে উৎসাহ দিতেন৷ পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে ছবি আঁকা, নাচ করতে ভালোবসে সোমদত্তা৷ আপাতত উচ্চমাধ্যমিকে আরও বেশি মনযোগ দিয়ে পড়তে চায় সে৷

টিভিতে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর খুশির রোশনাই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে সোমদত্তার বাড়িতে৷ রেজাল্ট প্রকাশের পর বাড়িতে সকাল থেকে আত্মীয়-স্বজন, বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছে তাকে৷ মেয়েকে সাংবাদিকদের সামনে মিষ্টি খাওয়াতে গিয়ে আবেগে চোখ ছলছল করে ওঠে সোমদত্তার বাবার৷ তার মা জানিয়েছেন, মেয়ের রেজাল্টে তিনি খুব খুশি এবং তিনি তার মেয়েকে নিয়ে গর্ববোধ করেন৷ যাদবপুর লোকসভার বাম প্রার্থী সৃজন চক্রবর্তী সোমদত্তার বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান৷ তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার ও স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিয়ে মাধ্যমিকের এই কৃতীকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানান৷

এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জন৷ দক্ষিণ ২৪ পরগণার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার চার জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগণার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, ঝাড়গ্রামের ১ জন, পুরুলিয়ার ১ জন, এবং উত্তর দিনাজপুরের ১ জন আছে মেধা তালিকায়৷