• facebook
  • twitter
Friday, 18 October, 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার আগেই ফাঁস হয়ে গেল পাকিস্তান দলের ক্রিকেটারদের নাম

করাচি— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলে কারা খেলবেন, তাঁদের নাম সরকারিভাবে ঘোষণা না হলেও প্রকাশ্যে এসে গিয়েছে বাবর আজম ব্রিগেডের৷ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ড সিরিজের পরেই খেলোয়াড়দের নাম ঘোষণা হবে৷ তবে, দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম৷ দলের সহঅধিনায়ক হচ্ছেন মহম্মদ রিজওয়ান৷ শুধু তাই নয়, জানা গেছে, পাকিস্তান দলের ইমাদ

করাচি— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলে কারা খেলবেন, তাঁদের নাম সরকারিভাবে ঘোষণা না হলেও প্রকাশ্যে এসে গিয়েছে বাবর আজম ব্রিগেডের৷ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ড সিরিজের পরেই খেলোয়াড়দের নাম ঘোষণা হবে৷ তবে, দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম৷ দলের সহঅধিনায়ক হচ্ছেন মহম্মদ রিজওয়ান৷ শুধু তাই নয়, জানা গেছে, পাকিস্তান দলের ইমাদ ওয়াসিং ও ম্যাচ গড়াপেটা কাণ্ডে অভিযুক্ত মহম্মদ আমিরের নামও রয়েছে৷

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ রয়েছেন দলে৷ অভিজ্ঞ ফখর জমান এবং অলরাউন্ডার হিসেবে শাদাব খান ও সলমন আঘার নাম রয়েছে৷ তবে উল্লেখযোগ্য ক্রিকেটার হিসেবে বাদ পড়েছেন ইফতিকার আহমেদ৷ জমান খান, আজম খান এবং মেহরান মুমতাজকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে৷
তবে অনেকেরই ধারণা, এই দল নেহাতই সমর্থকদের মনগড়া৷ কোনওভাবে তা সমাজমাধ্যমে পোস্ট করে ‘ভাইরাল’ করে দেওয়ার চেষ্টা চলছে৷

প্রসঙ্গত, অনেক দেশই ১ মে’র মধ্যে দল ঘোষণা করেছে৷ তবে তা আসলে প্রাথমিক দল৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৪ মে’র মধ্যে৷ এখন ঘোষিত দলের যে কোনও ক্রিকেটারকে পরিবর্তন করতে পারবে প্রতিযোগী দেশগুলি৷ তার জন্য কোনও কারণ দেখাতে হবে না৷ নিতে হবে না কোও অনুমতিও৷ সেই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করছে পিসিবি৷ আগামী ২৩ অথবা ২৪ মে একেবারে চূড়ান্ত দল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড এবং আারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবেন বাবর আজমরা৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৪ মে৷ তারপর ২২ থেকে ৩০ মে’র মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাবররা৷ বিশ্বকাপের দল ঘোষণার আগে আরও চারটি মাচে বাবরদের পারফরম্যান্স দেখে নিতে পারবেন পাকিস্তানের নির্বাচকরা৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি৷