নিজস্ব প্রতিনিধি— ফের শিশির অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ বৃহস্পতিবার কাঁথি লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক অফিসে যান সৌমেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিশির অধিকারী৷ প্রার্থীর প্রস্তাবক হয়েছেন এই বর্ষীয়ান নেতা৷ অভিযোগ, সৌমেন্দুর র্যালি ডিএম অফিসের সামনে পৌঁছনোর পর জেলাশাসকের অফিসের গেটে পুলিশের পক্ষ থেকে শিশিরবাবুকে ঢুকতে বাধা দেওয়া হয়৷ বিজেপির আরও অভিযোগ সেই সময় অফিস চত্বরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ঘুরে বেড়াচ্ছিলেন৷
শিশিরবাবুকে বাধা দেওয়াকে পুলিশের দ্বিচারিতা ও অত্যন্ত নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ বলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগডে় দিয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ, এমন দলদাস পুলিশকে ধিক্কার জানাই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এরা আজ শিশিরবাবুর মতো প্রবীণ রাজনীতিবিদ ও তিন বারের সাংসদকে হেনস্থা করার দুঃসাহস দেখাল৷’