• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘যত ভোট, তত গাছ’ মনোনয়ন জমার আগে বার্তা পরিবেশ বান্ধব দেবের

নিজস্ব প্রতিনিধি— ভোটের প্রচারে চাকরি, শিক্ষা, নারী সুরক্ষার মতো প্রতিশ্রুতি মেলে ঝুড়ি ঝুড়ি৷ কিন্ত্ত তার বেশির ভাগটাই পূরণ হয় না৷ তবে এবার ঘাটালের তারকা প্রার্থীর মুখে উঠে এল সম্পূর্ণ এক অন্য প্রতিশ্রুতি৷ ‘যত ভোট পাব, ততগুলো গাছ লাগাব’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব৷ প্রসঙ্গত, বৈশাখের দহন জ্বালায় পুড়ছে গোটা বাংলা৷ সর্বকালের

নিজস্ব প্রতিনিধি— ভোটের প্রচারে চাকরি, শিক্ষা, নারী সুরক্ষার মতো প্রতিশ্রুতি মেলে ঝুড়ি ঝুড়ি৷ কিন্ত্ত তার বেশির ভাগটাই পূরণ হয় না৷ তবে এবার ঘাটালের তারকা প্রার্থীর মুখে উঠে এল সম্পূর্ণ এক অন্য প্রতিশ্রুতি৷ ‘যত ভোট পাব, ততগুলো গাছ লাগাব’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব৷

প্রসঙ্গত, বৈশাখের দহন জ্বালায় পুড়ছে গোটা বাংলা৷ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা৷ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চিত্রটা একই রকম৷ যার জন্য বিশ্ব উষ্ণায়নকে দায়ি করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আবহবিদদের সকলেই৷ আবেদন জানাচ্ছেন গাছ লাগানোরও৷ কিন্ত্ত আবেদনই সার৷ বরং গাছ কেটে নগরোন্নয়নে ব্যস্ত সকলেই৷ তবে তারই মাঝে ধরা পড়ল অন্য চিত্র৷

বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দিতে বেরিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ দলীয় কর্মীরা অনুরোধ করেছিলেন মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দেওয়ার জন্য৷ তবে তিনি মন্দিরের ধার ঘেঁষলেন না৷ বরং গেলেন ঘাটাল মহকুমা হাসপাতালে৷ করলেন রক্তদান৷ সেই সঙ্গে বললেন, ‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারি৷ এই গরমে প্রচুর রক্তের প্রয়োজন পড়ে৷ বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের৷ আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান৷ তাই আমার কাছে খবর ছিল প্রবল গরমে রক্তের সংকট তৈরি হয়েছে৷’

শুধু তাই নয়, মনোনয়ন জমা দেওয়ার আগে ঘাটালের দুবারের সাংসদ দেবের প্রতিশ্রুতি, ‘যত ভোট পাব, ঠিক ততগুলো গাছ লাগাব৷’ আত্মবিশ্বাসী দেবের আরও সংযোজন, ‘আমি যদি নয় লক্ষ ভোট পাই, তাহলে গোটা ঘাটাল লোকসভা অঞ্চল জুড়ে নয় লক্ষ গাছ লাগাব৷’ পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার আগে মানব ধর্মই পরম ধর্ম বলে উল্লেখ করেন দেব৷