নিজস্ব প্রতিনিধি — অবশেষে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঢুকতে শুরু করল জলীয় বাষ্প৷ যা দাপট কমিয়ে দিতে পারবে উত্তর -পশ্চিম ভারত থেকে আসা শুষ্ক তাপপ্রবাহকে৷ অন্যদিকে আজ শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ধা রাজ্যে প্রবেশ করবে৷ ফলে আগামী ৭২ ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে৷ জলীয় বাষ্পের প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে জানা গিয়েছে৷ আগামী সোমবার (৬মে) থেকে বুঝবার (৮ মে) কলকাতাসহ গোটা রাজ্যে বজ্রবিদু্যৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যার অর্থ তৃতীয় দফার ভোট মোটামুটি স্বস্তিতেই দিতে পারবে ভোটাররা৷
তবে তার আগে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাসই জারি রয়েছে বিভিন্ন জেলায়৷ যেমন বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে৷ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে রাতের তাপমাত্রাও কমবে না৷ শুক্রবার তীব্র তাপপ্রবাহ রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানে৷ বাকি জেলাতে শুক্রবারেও তাপপ্রবাহ চলবে৷ শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহ চলবে৷ তবে সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে৷ তাপপ্রবাহের কবল থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও৷ শনিবারের আগে পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে৷
বর্তমানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ, অসব, তামিলনাড়ু এবং আরব সাগর সংলগ্ন এলাকায়৷ বিহার থেকে মণিপুর পর্যন্ত তৈরি হয়েছে অক্ষরেখা৷ এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং অসম পর্যন্ত৷ এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শনিবার থেকেই উপকূলে শুরু হবে বৃষ্টিপাত৷ রবিবার পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম — এই ছয় জেলায় বজ্রবিদু্যৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবা রয়েছে, উপকূল লাগোয়া জেলায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে৷