বারাণসী, ২ মে– প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদিই একসময় তার পেশার প্রধান খোরাক ছিলেন৷ মোদিকে নকল করেই তিনি জনপ্রিয়তা হাসিল করেন৷ বারাণসীর জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা এবার মোদির বিরুদ্ধে নির্দল প্রার্ধী হয়ে নির্বাচনী ময়দানে৷
২০১৪, ২০১৯ সালের মতো এবারের লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লড়ছেন বারাণসী কেন্দ্র থেকে৷ তাঁর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন শ্যাম রঙ্গিলা৷ বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্যাম রঙ্গিলা লেখেন, ‘বারাণসী থেকে লড়াই করার ঘোষণার পর আপনাদের সকলের থেকে ভালবাসা পেয়ে আমি আপ্লুত৷ শীঘ্রই বারাণসী পৌঁছে আমি মনোনয়ন ও নির্বাচন নিয়ে কথা বলব৷’ এর আগের পোস্টেই রঙ্গিলা লিখেছিলেন, ‘আমি বারাণসী কেন্দ্র থেকে লড়ব কারণ আজকাল কোনও নিশ্চয়তা নেই যে কে কখন মনোনয়ন প্রত্যাহার করে নেয়৷’
সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়ে ওই কমেডিয়ান বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত ছিলাম৷ প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে আমি একাধিক ভিডিয়োও পোস্ট করেছিলাম৷ রাহুল গান্ধি ও কেজরিবালের বিরোধিতা করেও একাধিক ভিডিয়ো পোস্ট করেছিলাম৷ ওই ভিডিয়ো দেখে কেউ বলতেই পারেন যে আগামী ৭০ বছর আমি শুধু বিজেপিকে ভোট দেব৷ কিন্ত্ত বিগত ১০ বছরে পরিস্থিতির অনেক বদল হয়েছে…আমি নির্দল প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ব৷’